মুশফিকের ছাড়ে নিজেকে সম্মানিত মনে করছেন জাকির

0
89

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটে চার নম্বরে ব্যাট করে থাকেন মুশফিকুর রহিম। তবে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিনি তার পছন্দের চার নম্বর জায়গাটা ছেড়ে দিয়েছেন। তার পরিবর্তে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে চার নম্বরে ব্যাট করছেন জাকির হাসান।

২০১৮ সালে জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো জাকির চলতি বিপিএলে মুশফিকের পজিশনে ব্যাট করে বেশ সাফল্যও পাচ্ছেন। এখন পর্যন্ত খেলা তার ইনিংসগুলো ছিল ২১ বলে ২৭, ১০ বলে ২০ ও ১৮ বলে ৪৩ রান। টি-টোয়েন্টিতে ছোট কিন্তু কার্যকরী ইনিংসগুলোই বড় পার্থক‌্য গড়ে দেয়। জাকির বলছেন, তাকে সুযোগ করে দিয়ে মুশফিকের মতো ক্রিকেটারের জায়গা ছাড়াটা সম্মানের।

শুক্রবার সিলেট স্ট্রাইকার্সের সংবাদ সম্মেলনে জাকির বলেন, ‘এটা আসলে সম্মানের। মুশফিক ভাইয়ের মতো ক্রিকেটার উনি উনার জায়গা ছেড়ে আমাকে সুযোগ করে দিচ্ছে। আসলে এটা বলার মতো ভাষা নেই। উনার কাছ থেকে এই জিনিস পেয়ে খুব ভালো লেগেছে।’

তবে এবারই প্রথম নয়, এর আগে রাজশাহীতে মুশফিকের অধীনে খেলেছিলেন জাকির। সেবারও চারে খেলেছেন জানিয়ে এই বাঁহাতি ব্যাটার আরও বলেন, ‘এর আগেও পেয়েছিলাম, রাজশাহীতে যখন খেলেছি, চারে ব্যাট করেছি। উনি সবসময়ই জিনিসটা ফ্লেক্সিবল করে দিয়েছেন, আমি, তৌহিদ হৃদয় বা আমরা যারা আছে। এই জিনিসটা খুবই ভালো লাগে। গর্ব হয়।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here