স্পোর্টস ডেস্কঃ চলমান রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের মুশফিকুর রহিম। প্রথমবার পাকিস্তানের মাটিতে সেঞ্চুরি হাঁকান তিনি। ২০০ বলে সেঞ্চুরির ম্যাজিক ফিগার স্পর্শ করা এই ডানহাই দেখেশুনে খেলেছে ইতোমধ্যে স্পর্শ করেছেন দেড়শ রানের মাইলফলক। এখানে পৌঁছাতে ২৮৬ বল খেলেছেন।
টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে পঞ্চমবার দেড় শ রান (২৮৬ বলে ১৫০*) টপকে গেলেন মুশফিক। এর মধ্যে ডাবল সেঞ্চুরি আছে তিনটি। ২০২২ সালে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন অপরাজিত ১৭৫ রানের ইনিংস। এদিকে মুশফিকের সাথে দারুণ সঙ্গ দিচ্ছেন মেহেদি হাসান মিরাজ। দুজনের জুটিও প্রায় দুই’শ রানের কাছাকাছি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফিফটি হাঁকিয়ে অপরাজিত আছেন মিরাজ। ১২০ বলে ফিফটি তুলে নিলেন এই অলরাউন্ডার। টেস্টে এটি মিরাজের ৭ম ফিফটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০