মুশফিকের প্রয়োজন ৮০ রান

0
31

স্পোর্টস ডেস্ক: চলতি আফগানিস্তান বাংলাদেশের  টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমও ছুঁয়ে ফেলতে পারেন একটি মাইলফলক। আজকের প্রথম ম্যাচে বা আফগানিস্তান সিরিজের তিন ম্যাচ মিলিয়েই রেকর্ড করতে পারেন মুশফিকুর রহিম।

টেস্ট দলপতি মুশফিক আর মাত্র ৮০ রান করলেই ওয়ানডেতে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি। উইকেট রক্ষক এ ব্যাটসম্যান ১৫৮ ম্যাচে ১৪৫ ইনিংসে ৩৯২০ রান করেছেন। বাংলাদেশ দলের দ্বিতীয় সর্বোচ্চ চারটি সেঞ্চুরি ও ২২টি হাফসেঞ্চুরির মালিক মুশফিক।

ভারতের বিপক্ষে বাংলাদেশের ফতুল্লায় মুশফিক সর্বোচ্চ ১১৭ রান করেছেন। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে দুটি এবং পাকিস্তানের বিপক্ষে একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। বাংলাদেশের হয়ে ছয়টি করে সেঞ্চুরি হাঁকিয়েছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here