মুশফিকের মতো তামিমও ফর্মে ফিরবেঃ পাপন

0
44

স্পোর্টস ডেস্কঃ ছন্দে আছে বাংলাদেশ জাতীয় দল। সবশেষ শুক্রবার রাতেও আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে। আইরিশদের দেওয়া ৪৫ ওভারে ৩২০ রানের বিশাল লক্ষ্য একেবারে শেষ ওভারে গিয়ে জয় তুলে নেই বাংলাদেশ। ইংল্যান্ডের চেমসফোর্ডে এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা।

তবে ছন্দে নেই দলের অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার সবশেষ ৯ ওয়ানডে ম্যাচে কোনো ফিফটি নেই। সর্বোচ্চ স্কোর ৪১ রানে অপরাজিত। সবশেষ ২০২২ সালের ৭ আগস্ট হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ফিফটি হাঁকিয়েছিলেন। এই সময়ে গড় মাত্র ২২।

বিশ্বকাপের বছর ২০২৩। এই সময়ে সেরা দল সাজানো নিয়েই পরিকল্পনা চলছে। এর মাঝে অধিনায়ক তামিমের এই ফর্ম নিশ্চিতভাবেই দুঃশ্চিন্তার কারণ বাংলাদেশের জন্য। কোচ চন্ডিকা হাথুরুসিংহের জন্যও বিষয়টি বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এই নিয়ে আপাতত কোনো দুঃশ্চিন্তা করতে মানা করে দিয়েছেন। বিসিবি বস মনে করেন, মুশফিকের মতোই ফর্মে ফিরে আসবেন তামিম। এছাড়া আপাতত তামিমের ফর্ম নিয়ে কথা বলে, তাকে নার্ভাস করে দিতেও মানা করেছেন তিনি।

ইংল্যান্ডে গণমাধ্যমের সাথে আলাপকালে নাজমুল হাসান পাপন বলেন, ‘তামিম আমাদের সেরা একজন ব্যাটার ও ওপেনার। এসব বলে ওকে আর নার্ভাস কইরেন না। মুশফিককে নিয়ে অনেক কথা বলা হয়েছিল, ফিরে আসে নাই? দারুণভাবে ফিরে আসছে। তামিমও ফিরে আসবে। আমাদের সবাই ভালো খেলবে এবং এ ব্যাপারে আমি অনেক বেশি আশাবাদী।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here