মুশফিকের হাত ধরে ড্রেসিংরুম থেকে মঞ্চে বিশ্বকাপ ট্রফি

0
70

নিজস্ব প্রতিবেদকঃ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ট্রফি আজ (মঙ্গলবার) হোম গ্রাউন্ড মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আন হয়। সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত মাঠে থাকে বৈশ্বিক আসরের এই ট্রফি। জাতীয় দলের ক্রিকেটাররা ছবি তুলেছেন ট্রফির সাথে।

সকাল নয়টায় বিসিবি প্রাঙ্গনে আসে বিশ্বকাপ ট্রফি। ছবি তোলার সুযোগ পান ক্রিকেটার, বিসিবি পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকরা। এরপর আগামীকাল সাধারণ দর্শকরাও এই ট্রফি দেখার সুযোগ পাবেন। এর আগে গতকাল (সোমবার) ট্রফির পদ্মা সেতু দর্শন হয়েছে।

আজ মিরপুরের আয়োজনে মঞ্চে সোনালী ট্রফিটি উঠেছে মুশফিকুর রহিমের হাত ধরে। ড্রেসিংরুম থেকে মুশফিক যখন ট্রফিটা নিয়ে এলেন, তার আগেই মঞ্চে আসেন জাতীয় দলের ক্যাম্পে থাকা ক্রিকেটাররা। তাদের সারিবদ্ধভাবে দাঁড় করান ম্যানেজার নাফিস ইকবাল। শেরে বাংলা স্টেডিয়ামের শহীদ জুয়েল স্ট্যান্ডের সামনে সাজানো মঞ্চে মুশফিক ট্রফি রাখেন। এরপর বেলা পৌঁনে ১২টায় ট্রফির সঙ্গে ফটোসেশন করেন নারী ক্রিকেটাররা।

এদিকে গতকাল ট্রফি যায় পদ্মা সেতুতে। দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত মাওয়া পয়েন্টেই অবস্থান করে ট্রফিটি। মূলত ছবি তোলার জন্যই নেওয়া হয়েছিল সেখানে। আজ মিরপুর ঘুরে বুধবার (৯ আগস্ট) ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য এটি প্রদর্শন করা হবে।

জানা গেছে নির্দিষ্ট একটি দূরত্ব থেকে ভক্তরা এর সঙ্গে ছবি তুলতে পারবেন। এজন্য কোনো টিকিট লাগবে না। অধিক সংখ্যক মানুষকে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ করে দিতেই বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ট্রফি প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বিসিবি। বাংলাদেশ থেকে কুয়েতে যাবে ঐতিহাসিক ট্রফি।

বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণ বিষয়ে আইসিসির প্রধান নির্বাহী জিইফ অ্যালারডাইস বলেন, ‘আইসিসির পুরুষ বিশ্বকাপ ট্রফির ভ্রমণ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এরমধ্যে দিয়ে বিশ্বকাপের এ পর্যন্ত সবচেয়ে বড় আসরের কাউন্টডাউন শুরু হবে। এই ভ্রমণে ট্রফিটি বিশ্বের ঐতিহাসিক বিভিন্ন স্থানে যাবে, দর্শকদের সম্পৃক্ত করবে। আমরা চাইব যত বেশি সম্ভব মানুষ যেন এর কাছে আসতে পারে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here