নিজস্ব প্রতিবেদকঃ তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর ওয়ানডেতে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম। সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।
সিলেটে ব্যাটিং ঝড় দেখিয়েছেন মুশফিক। মাত্র ৩৩ বলে ফিফটি পূর্ণ করে ফেলেছেন তিনি। আগের ম্যাচে ঝোড়ো ব্যাটিং করলেও ফিফটি পাননি, আজ সে আক্ষেপ মিটল তাঁর। ৪টি চার ও ২টি ছক্কায় ফিফটি করেন তিনি। এর আগে আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচে ওয়ানডে ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন সাকিব। দ্বিতীয় ম্যাচে এই মাইলফলক স্পর্শ করলেন মুশফিক।
তামিম ও সাকিবের পর এই মাইলফলকে বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান তিনি। ২৪৪ ম্যাচ ও ২২৯ ইনিংসে লেগেছে মুশফিকের। এই সময়ে ব্যাট থেকে এসেছে ৮ সেঞ্চুরি ও ৪৪ ফিফটি। আজ ফিফটির পর আরও আগ্রাসী ব্যাট চালান মুশফিক। সঙ্গে থাকা হৃদয়ও খেলেন ঝড়ো ইনিংস। দুজনের জুটি থেকে মাত্র ৬৩ বলে শতরান আসে। ৪৪.২ ওভারে বাংলাদেশ পার করে দলীয় ৩০০ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post