স্পোর্টস ডেস্ক:: মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের দুই সিনিয়র ক্রিকেটারকে নিয়ে সমালোচনা যেনো শেষ নেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই অভিজ্ঞ ক্রিকেটারের ব্যর্থতায় ডুবেছে দল। কোনো ম্যাচ না জিতেই ফিরতে হয়েছে দেশে। বয়স, ফিটনেস আর পারফরম্যান্সের কারণে এই দুই ক্রিকেটারের অবসর নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর তাদের অবসর ইস্যু আলোচনা হয়েছে বিশ্ব ক্রিকেটে। সাবেক ক্রিকেটাররা এই দুই ক্রিকেটারকে অবসরের পরামর্শ দিয়েছেন। তবে বাংলাদেশের এই দুই ক্রিকেটার কি ভাবছেন? তাদের কি আদৌ অবসরের কোনো পরিকল্পনা আছে? নাকি বিসিবি কোনো উদ্যোগ নিচ্ছে।
ফর্মহীন এই দুই ক্রিকেটারের অবসর ইস্যুতে বিসিবিও নিজেদের জড়াতে চায় না। ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, অবসরের সিদ্ধান্ত তাদেরকেই নিতে হবে। বোর্ড অবসরের বিষয়ে কিছু বলবে না। নির্বাচকেরা যখন থেকে বিবেচনা করবেন না, তখন তারা দল থেকে বাদ যাবেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইনজুরির কারণে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে পারেননি মাহমুদউল্লাহ। দ্বিতীয় ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে মাত্র ৪ রান করে আউট হন বাজে ভাবে।
আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক দুই ম্যাচ খেললেও নামের প্রতি সুবিচার করতে পারেননি। ভারতের বিপক্ষে শূন্যর পর নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন মাত্র দুই রান।।
চ্যাম্পিয়ন্স ট্রফির পর মঙ্গলবার ক্রিকেট বোর্ডের সভা হয়েছে। বোর্ডের নীতি নির্ধারণী এই সভায় নানা বিষয়ে আলোচনা হয়েছে। তবে দুই সিনিয়র ক্রিকেটারকে নিয়ে কোনো আলোচনা হয়নি। জাতীয় দল দেখভালের দায়িত্বে থাকা বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান, বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ক্রিকেটাররা কখন অবসর নেবেন সেটা তাদের সিদ্ধান্ত। বোর্ড কিছু বলবে না।
মুশফিক-রিয়াদের অবসর সংক্রান্ত প্রম্নে নাজমুল আবেদীন ফাহিম বলেন, “খুব কঠিন প্রশ্ন। আমার মনে হয় তাদের প্রমাণ করতে হবে। তাদের বয়স দিক থেকে বলি, তাদের ফিটনেসের দিক থেকে বলি, তাদের পারফরম্যান্সের দিক থেকে বলি; এটা আমার কল না, এটা নির্বাচকদের কল। আমার মন্তব্য করাটা ঠিক না। কিন্তু এটা সহজ হবে না।”
অবসর নিয়ে ক্রিকেটারদের ভাবতে হবে জানিয়ে এই বোর্ড পরিচালক আরো বলেন, “ওরা অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়। যেকোনো খেলোয়াড়েরই একটা সময় আসবেই তার ক্যারিয়ার শেষ করার। আমার মনে হয় ওদের সঙ্গে কথা বলবো— ওদের চিন্তা কী আছে সেটা নিয়ে আলাপ হবে। এটা আমি এই মুহূর্তে আলাপ করতে পারছি না।’’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০