মুশফিক যে রেকর্ড করলেন, তা পৃথিবীর অন্য কোন ক্রিকেটারের নেই

0
24

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং স্তম্ভ, টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম অন্যন্য এক রেকর্ড গড়েছেন। তার রেকর্ডটি নেই স্বয়ং শচীন টেন্ডুল কাল, ব্রায়ানলারা, রিকি পন্টিংয়ের মত তারকাদের।

একই মাঠে ১০০ বা তার বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা বিশ্বের একমাত্র ক্রিকেটার মুশফিক! এমনই তথ্য উঠে এসেছে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল ইএসপিএন ক্রিকইনফোতে।

ইএসপিএন সংবাদ মাধ্যমটির বিশেষজ্ঞ স্টেভেন লিঞ্চের কাছে খালিদ জাফর নামের এক পাকিস্তানি জানতে চান, একই মাঠে ১০০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটারের নাম কি?

স্টেভেন জানান, ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে একমাত্র ক্রিকেটার হিসেবে বাংলাদেশের মুশফিকুর রহিম এখন পর্যন্ত মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১০০টির বেশি (১০৫টি) ম্যাচ খেলেছেন। একই মাঠে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৯৭টি ম্যাচ। সেই মাঠে ৯৩টি ম্যাচ খেলে তৃতীয় অবস্থানে আছেন তামিম ইকবাল।

বাংলাদেশিদের বাইরে একই মাঠে সর্বোচ্চ ম্যাচ খেলা ক্রিকেটার হলেন জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা (৯১ ম্যাচ) ও এলটন চিগুম্বুরা (৮৯)। তারা নিজ দেশের মাঠ হারারে স্পোর্টস ক্লাবে ম্যাচগুলো খেলেছেন।

শের-ই-বাংলায় মুশফিক এখন পর্যন্ত ৭৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। যেখানে সাদা পোশাকের ম্যাচ রয়েছে ১৩টি। আর টি-টোয়েন্টি ম্যাচ ১৯। টি-২০ ম্যাচে আবার এক মাঠে সর্বোচ্চ অবস্থানে রয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকই। দুবাইয়ের মাঠে ১৮টি টি-২০ খেলে দ্বিতীয় অবস্থানে আছেন পাকিস্তানের উমর আকমল।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here