স্পোর্টস ডেস্কঃ সময়টা ভালো যাচ্ছিল না মুস্তাফিজু রহমানের। একসময় যাদের উপর ছড়ি ঘুরিয়েছেন, সেই তাদের হাতেই বেড়ধক মার খেতে হয়েছে বোলিংয়ে। নিয়মিত রান খরচ করছিলেন, পাচ্ছিলেন না উইকেট। কাজে দিচ্ছিল না মূল অস্ত্র কাটারও। বাদ পড়তে হয়েছে একাদশ থেকেও। আলোচনা উঠেছিল তার দলে থাকা নিয়ে।
সেই মুস্তাফিজ স্বরূপে ফিরেছেন আবারও। তাসকিন আহমেদের পারফম্যান্সে অনেকটা আড়ালে চলে গেলেও, খাটো করে দেখার সুযোগ নেই ফিজকে। দারুণ বোলিং করছেন। খুব বেশি উইকেট না পেলেও, রানের লাগাম টেনে ধরার কাজটা ঠিকঠাক করছিলেন। সবই পরিশ্রমের ফসল।
তবে এর পেছনে অবদান আছে দুই ভারতীয়র। আর তারা হলেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম ও জাতীয় দলের এনালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরের। এই দুজনই মুস্তাফিজকে ফিরিয়ে আনতে সহায়তা করেছেন। ইএসপিএন ক্রিকইনফোকে এই বিষয়টি জানিয়েছেন, বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। প্রোটিয়া কোচ টেকনিক্যাল ব্যাখ্যাও দিয়েছেন।
অ্যালান ডোনাল্ড বলেন, ‘শ্রীরাম ও শ্রীনিবাস দেখেছিলেন যে তার স্লোয়ার বলের রিলিজ পয়েন্টে হাতের তালু ব্যাটারের দিকে থাকছে। যা আরও সাইড অন করা প্রয়োজন ছিল। এতে করে বল রিলিজের সময় তালুটা অফ সাইডে থাকে। ব্যাপারটা আয়ত্ত্ব করতে তাকে অনেক বল করতে হয়েছে। ইয়র্কার শেখার জন্যও বেশ পরিশ্রম করছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা