মুস্তাফিজকে মিস করবো- মাশরাফি

0
69

স্পোর্টস ডেস্ক: মাত্র বছর দেড়েক হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে অভিষেক ঘটেছে মুস্তাফিজুর রহমানের। এরপর অল্প দিনেই জাতীয় দলের অপরিহার্য্য অংশ হয়ে গেছেন।

অল্প দিনেই তারকা খ্যাতি ছড়িয়েছেন। নিয়ন্ত্রণ করছেন বিশ্বের সেরা সব ব্যাটসম্যানদের। ইনজুরিতে পড়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে মুস্তাফিজ। আফগানিস্তান, ইংল্যান্ড সিরিজে দলে নেই। আগামি আরো কয়েকটি সিরিজেও দলে আসতে পারবেন না মুস্তাফিজ। থাকতে হচ্ছে দীর্ঘ সময়ের পুর্নবাসনে।

গত বছর ঘরের মাঠে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ে বিশেষ ভূমিকা রেখেছিলেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। তিন ম্যাচের এ দুটি সিরিজে মোস্তাফিজ দখল করেন ১৮ উইকেট। যার মধ্যে ভারতের বিপক্ষেই নেন ৩ ম্যাচে ১৩ উইকেট।

দলের এমন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে খুব বেশি মিস করবেন টাইগার জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

মাশরাফি বলেন, ‘সত্যি কথা বলতে মোস্তাফিজকে মিস করবো। তবে চ্যালেঞ্জের যে ব্যাপার সেটা তো সবসময়ই থাকে। মোস্তাফিজ দলে থাকলে বোলিংয়ে চ্যালেঞ্জ থাকে না; এমন নয়। তখনও চ্যালেঞ্জ থাকে। ২০১৫ বিশ্বকাপে আমরা যারা খেলেছি; পেস আক্রমণটা তেমনই আছে। যারা দলের বাইরে ছিল তাদের প্রমাণের সুযোগ এটা। আর আমরা যারা আছি তাদের প্রমাণ করার সুযোগ। আমাদের দলে যারা আছে তাদের ভালো করার সামর্থ্য আছে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here