স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ভালো শুরুর পর এবার টানা দুই হার দেখেছে চেন্নাই সুপার কিংস। শুক্রবার রাতে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে গায়কোয়াদ-ধোনিরা। আর সেই ম্যাচে খেলতে পারেননি দলটির দুই বিদেশি পেসার মুস্তাফিজুর রহমান ও মাথিশা পাথিরানা। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা সংশ্লিষ্ট কাজে দেশে এসেছেন মুস্তাফিজ। আর পাথিরানা খেলতে পারেননি চোটের কারণে।
আর এই দুই ক্রিকেটারের অভাব ভালোভাবেই টের পেয়েছে চেন্নাই। এমন মন্তব্য করেছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার মিচেল ম্যাকক্লেনাঘান। শুক্রবারের ম্যাচের উইকেট তুলনামূলক ধীরগতির ছিল। আর এমন উইকেটে বরাবরই ভয়ঙ্কর মুস্তাফিজুর রহমান। যদিও ভালো উইকেটে ফিজ বৈচিত্র্যময় বোলিং করতে পারেন। এছাড়া মাঝের ওভারগুলোতে উইকেট নিতে গেলে পাথিরানার মতো পেসার দরকার ছিল বলে জানান ম্যাকক্লেনাঘান।
ক্রিকইনফোর এক অনুষ্ঠানে মুস্তাফিজ প্রসঙ্গে ম্যাকক্লেনাঘান বলেন, ‘হ্যাঁ (মুস্তাফিজকে মিস করেছে), আমি তো সেটাই বলব। তারা কেন মিস করেছে সেটা বলছি। মুস্তাফিজের এমন স্কিল আছে যদি উইকেট খুব ভালোও হয়, তবুও সে পাওয়ার প্লে’তে বৈচিত্র্যময় বোলিং করতে পারে।’
পাথিরানাকে নিয়ে ম্যাকক্লেনাঘানের ভাষ্য, ‘মাঝের দিকে আপনি জানেন আপনার উইকেট দরকার। সেই সময় ব্রেক থ্রু এনে দেয়ার জন্য পাথিরানা অন্যতম সেরাদের একজন।’
Discussion about this post