মুস্তাফিজবিহীন দিল্লির তৃতীয় জয়

0
79

স্পোর্টস ডেস্কঃ আইপিএলের চলতি আসরে তৃতীয় জয়ের দেখা পেল দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার গুজরাট টাইটান্সের বিপক্ষে লো স্কোরিং ম্যাচে ৫ রানে জিতেছে দিল্লি। আহমেদাবাদে আগে ব্যাট করে ১৩০ রান করে ডেভিড ওয়ার্নারের দল। রান তাড়ায় ১২৫ রানে থামে গুজরাট।

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজকের ম্যাচেও দিল্লির একাদশে জায়গা পাননি বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। আগে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়া দলকে টেনে তুলেছেন আমান হাকিম খান। তার ব্যাটে চড়ে লড়াকু পুঁজি পায় দলটি। ২৩ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসে দিল্লি। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক ওয়ার্নারও। তিনি ২ বলে ২ রান করে রান আউট হয়ে সাজঘরে ফেরেন।

ওপেনার ফিল সল্ট রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন। প্রিয়ম গের্গ করেন ১৪ বলে ১০ রান। ৬ বলে ৮ রান করে মোহাম্মদ শামির বলে আউট হন রাইলি রুশো। আর ১ রান করে বিদায় নেন মানিশ পান্ডে। দলের বিপদের মুহূর্তে হাল ধরেন অক্ষর প্যাটেল ও আমান হাকিম খান। দুজনে ৫৪ বলে ৫০ রানের জুটি গড়েন।

দলীয় ৭৩ রানে আউট হন অক্ষর প্যাটেল (৩০ বলে ২৭ রান)। এরপরে আমানকে সঙ্গ দেন রিপাল প্যাটেল। মূলত রিপাল-আমানের এই জুটিতেই ঝোড়ো রান পায় দিল্লি। দুজনে ২৭ বলে ৫৩ রান করেন। ১৮.৩ ওভারে আউট হন আমান। তিনি ৪৪ বলে করেন ৫১ রান। গুজরাটের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট নেন মোহাম্মদ শামি।

রান তাড়ায় চাপে পড়ে গুজরাটও। ৩২ রানে হারিয়ে বসে ৪ উইকেট। শুভমান গিল-ঋদ্ধিমান সাহা ব্যর্থ হয়েছেন আজ। রান পান নি রাইলি রুশোও। তবে হার্দিক পান্ডিয়া ও অভিনভ মনোহরের ব্যাটে জয়ের সম্ভাবনা টিকে থাকে স্বাগতিকদের। যদিও বেশ মন্থর ছিল মনোহরের ব্যাট। ৩৩ বল খেলে মাত্র ২৬ রান করেন তিনি।

১৯তম ওভারে দিল্লির পেসার অ্যানরিখ নরকিয়া ২১ রান খরচ করে বসেন। তাঁকে তিন ছক্কায় খরুচে বোলার বানিয়ে দেন দেন উইকেটে আসা রাহুল তেওয়াতিয়া। শেষ ওভারে ১২ রান দরকার ছিল গুজরাটের। কিন্তু অভিজ্ঞ ইশান্ত শর্মা সেটা হতে দেননি। প্রথম তিন বলে ৩ রান দেয়া ডানহাতি এই পেসার চতুর্থ বলে ফিরিয়েছেন তেওয়াতিয়াকে।

শেষ দুই বলে ৯ রানের প্রয়োজন হলে সেই সমীকরণ মেলাতে পারেননি গুজরাটের নতুন ব্যাটার রশিদ খান। হার্দিক ৫৩ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন। দিল্লির হয়ে ২টি করে উইকেট নিয়েছেন খলিল আহমেদ ও ইশান্ত শর্মা। ১টি করে উইকেট নেন অ্যানরিখ নরকিয়া ও কুলদীপ যাদব।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here