স্পোর্টস ডেস্কঃ আর মাত্র কয়েক ম্যাচ পরই শেষ হবে মুস্তাফিজুর রহমানের আইপিএল অধ্যায়। দারুণ ছন্দে থাকা এই পেসারের বিকল্প হিসেবে বিপিএল খেলা ইংলিশ ক্রিকেটারকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। যদিও নিউজিল্যান্ড ওপেনার ডেভন কনওয়ে আইপিএলের পুরো আসর থেকে ছিটকে যাওয়ায় ওই ইংলিশ পেসারকে দলে ভেড়ানোর সুযোগ পেয়েছে চেন্নাই।
আগামী ১ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ পর্যন্ত মুস্তাফিজকে আইপিএলে থাকার এনওসি দিয়েছে বিসিবি। ৫ ম্যাচে ১০ উইকেট নেওয়া বাংলাদেশের পেসার চেন্নাইর হয়ে এবার এখন অবধি সর্বোচ্চ উইকেট শিকারি। বিশেষ করে চেন্নাইর মন্থর উইকেটে তার কার্যকারিতার সুবিধা পাচ্ছে মাহেন্দ্র সিং ধোনির দল। এদিকে এরই মধ্যে ইংল্যান্ডের পেসার রিচার্ড গ্লেসনকে স্কোয়াডে যুক্ত করেছে চেন্নাই।
এবারই প্রথম আইপিএলে ডাক পেলেন ডানহাতি পেসার গ্লেসন। তবে তাকে নেওয়া হয়েছে নিউজিল্যান্ড ওপেনার কনওয়ের বদলি হিসেবে। কারণ ইনজুরির কারণে চলমান আসর থেকে ছিটকে গেছেন কনওয়ে। তার পরিবর্তে স্বাভাবিকভাবেই কোনো ব্যাটার নেওয়ার কথা ছিল, তবে চেন্নাই দলের ব্যাটিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী হওয়ায় বিদেশি খেলোয়াড়ের স্লটটি পূরণ করা হয়েছে পেসার গ্লেসনকে দিয়ে। ২০২২ সালে ৩৪ বছর বয়সে ইংল্যান্ড দলে অভিষেক হয় গ্লেসনের। ইংলিশদের হয়ে মাত্র ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। উইকেট নিয়েছেন ৯টি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post