স্পোর্টস ডেস্কঃ আইপিএলে এবার একমাত্র বাংলাদেশি হিসেবে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। ভিত্তিমূল্য ২ কোটি রুপি দিয়ে তাকে দলে ভেড়ায় চেন্নাই সুপার কিংস। আসরের সবচেয়ে সফল দলটি এবারও তাদের ধারাবাহিকতা ধরে রাখতে চায়। আর সেখানে মুস্তাফিজের অভিজ্ঞতা কাজে দেবে বলে মনে করেন বোলিং কোচ ডোয়াইন ব্রাভো।
চেন্নাইয়ের বোলিং ইউনিট নিয়ে ব্রাভো বলেন, ‘আমাদের ভালো একটি দল আছে। গত মৌসুমে যেখানে শেষ করেছি সেখান থেকে শুরু করতে চাই। এই বছর তো আমরা শার্দুলকে (ঠাকুর) ফিরে পেয়েছি, যেটা বোনাস। ফিজও (মুস্তাফিজ) অভিজ্ঞ এবং বিশ্বমানের। (মাথিশা) পাথিরানা আছে, যাকে আমরা বেবি মালিঙ্গা ডাকি। এদের সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে এবং আসন্ন মৌসুমের দিকে তাকিয়ে আছি।’
২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মুস্তাফিজুর। সে বছর সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারের বাগিয়ে নেন বাঁহাতি এই পেসার। কিন্তু এরপর আইপিএলে নিজের ক্যারিয়ার খুব একটা সমৃদ্ধ করতে পারেননি তিনি। মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেললেও একাদশে ছিলেন না নিয়মিত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post