স্পোর্টস ডেস্কঃ আইপিএলের এবারের আসর শুরু হয়েছে আজ। শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আগে ব্যাট করে ১৭৩ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। চেন্নাইয়ের মাঠে এদিন বল হাতে দারুণ বোলিং করেছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে ২৯ রান খরচ করে ৪ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার।
টস হেরে আগে বোলিং করতে নেমে শুরুটা ভালো হয় নি মুস্তাফিজের দল চেন্নাইয়ের। তবে নিজের প্রথম ওভারে এসে জোড়া উইকেটের দেখা পান বাংলাদেশের এই পেসার। এরপর নিজের স্পেলের দ্বিতীয় ওভারে এসেও দুই উইকেট শিকার করলেন তিনি। এবার মুস্তাফিজ ফিরিয়েছেন বিরাট কোহলি ও ক্যামেরন গ্রিনকে।
ইনিংসের ১২তম ওভারে মুস্তাফিজকে আবার বোলিংয়ে ফিরিয়ে আনেন চেন্নাই অধিনায়ক। এসে কোহলির পর তুলে নেন গ্রিনকে। ২ ওভারে ৪ উইকেট পেতে মুস্তাফিজ রান দিয়েছেন ৭টি। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বেঙ্গালুরু অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। ঝোড়ো শুরু করে বেঙ্গালুরু। প্রথম ৪ ওভারে তারা তোলে ৩৭। রানের গতি কমাতে ইনিংসের পঞ্চম ওভারে ফিজকে আক্রমণে আনেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ। প্রথম ওভারেই ঝলক ফিজের। তৃতীয় বলে পান উইকেট।
মারকুটে শুরু করেছিলেন ফ্যাফ ডু প্লেসি। কাটারে বেঙ্গালুরু অধিনায়ককে ডিপ পয়েন্টে ক্যাচ বানান ফিজ। ২৩ বলে ৩৫ রানের থামে ডু প্লেসির ঝড়। দুই বল পর আরও এক উইকেট ফিজের। তাঁর সুইং বুঝতে না পেরে ব্যাটে লাগিয়ে এজ হন রজত পাতিদার (০), সহজ ক্যাচ নেন উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি। প্রথম ওভারে ২ উইকেট নিয়ে ফিজের খরচ মাত্র ৪ রান। ১২তম ওভারে তাঁকে কোহলি মারতে গিয়েছিলেন ছক্কা। কিন্তু বাউন্ডারিতে রাহানে আর রাচিন দুজন মিলে দারুণ বোঝাপড়ায় নেন ক্যাচ। ২০ বলে ২১ করে ফেরেন কোহলি। ওই ওভারেই আরেক সেট ব্যাটার ক্যামেরন গ্রিনকে দুর্দান্ত কাটারে বোল্ড করেন ফিজ। ২২ বলে গ্রিনের ব্যাট থেকে আসে ১৮ রান। নিজের দ্বিতীয় ওভারে মাত্র ৩ রান দিয়ে ২ উইকেট শিকার ফিজের।
এরপর দারুণ জুটি গড়েন কার্তিক ও অনুজ রাওয়াত। এই জুটিতে অন্যদের ব্যর্থতায়ও লড়াইয়ের জন্য দারুণ পুঁজি তুলে নিয়েছে ডু প্লেসির দল। কার্তিক ২৬ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন আর ২৫ বলে ৪৮ রান করে শেষ বলে রান আউট হন রাওয়াত। চেন্নাইয়ের হয়ে একাই ৪ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। আইপিএল ক্যারিয়ারে এটি তার সেরা ইনিংস। আগেরটি ছিল ১৬ রানের বিনিময়ে ৩ উইকেট, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ২০১৬ সালে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post