স্পোর্টস ডেস্কঃ হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে জ্বলে উঠলেন বাংলাদেশের বোলাররা। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে দারুণ বোলিং করেছেন টাইগার বোলাররা। তাতে অল্পতে আটকে গেছে স্বাগতিকদের ইনিংস। হিউস্টনে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১০৪ রান করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের হয়ে দারুণ বল করেছেন মুস্তাফিজুর রহমান। মাত্র ১০ রানে ৬ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার।
৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে একাই ৬ উইকেট নিলেন মুস্তাফিজ। টস হেরে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী জুটিটাই যা একটু দাঁড়াতে পেরেছিলো। ৫ ওভারে ৪৬ রানের জুটি গড়েন তারা। ১৫ বলে ২৭ রান করা আন্দ্রিস গোউসকে ফিরিয়ে স্বাগতিক ইনিংসে ধ্বস নামান সাকিব আল হাসান। এরপর ২০ বলে ১৮ রান করা শায়ান জাহাঙ্গিরকে ফেরান মুস্তাফিজ। নিতিশ কুমার ৩, মিলিন্দ কুমার ৭, অ্যারোন জোন্স ২ রান করে আউট হন।
কোরি অ্যান্ডারসন এবং স্যাডলি ফন স্কালউইক মাঝে একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। কিন্তু এন্ডারসন ১৮ এবং শ্যাডলি ১২ রানে আউট হয়ে যান। জসদিপ সিংককে ক্লিন বোল্ড করেন মুস্তাফিজ। নিসর্গ প্যাটেল ২ রান করে আউট হন। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১০৪ রানে থামে যুক্তরাষ্ট্র। মুস্তাফিজ ছাড়াও ১টি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব, সাকিব আল হাসান এবং রিশাদ হোসেন। মুস্তাফিজের চেয়েও বেশি কৃপণ ছিলেন রিশাদ। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়েছেন তিনি।
এদিকে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে ৬ উইকেট নিলেন মুস্তাফিজ। টি-টোয়েন্টিতে দ্বিতীয়বার ৫ বা এর বেশি উইকেট পেলেন মুস্তাফিজ। এই কীর্তি গড়া দ্বিতীয় বাংলাদেশি বোলার তিনি। প্রথম জন সাকিব আল হাসান। এদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে আগের সেরা বোলিং ছিল ইলিয়াস সানির। ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন বাঁহাতি স্পিনে। আজ মুস্তাফিজের বোলিং স্পেল ছিল ৪-১-১০-৬! আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে ষষ্ঠ সেরা বোলিং করলেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post