স্পোর্টস ডেস্ক: ইনজুরি থেকে পুর্নবাসনে থাকা বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের প্রথম স্ক্যানিং করা হবে আগামিকাল মঙ্গলবার।
কাউন্টি লিগে খেলতে কাঁধের ইনজুরিতে পড়েন মুস্তাফিজুর রহমান। গত ১১ আগস্ট লন্ডনের বুপা ক্রম ওয়েল হাসাপাতালে তার কাঁধে অস্ত্রপচারের পরে এটিই তার প্রথম স্ক্যানিং বলে জানালেন মোস্তাফিজের ফিজিও বায়েজিদ ইসলাম খান।
বিসিবির ফিজিও বায়েজিদ বলেন, ‘এটি একটি রুটিন চেকআপ, তবে অপরারেশনের পরে এটাই প্রথম স্ক্যানিং। গত দুই সপ্তাহ সে বোলিং করেছে। অবস্থার কোনো পরিবর্তন আছে কী না, সবকিছু ঠিকমতো যাচ্ছে কী না সেটা দেখতেই এই স্ক্যানিং।’
গেল জুনে সাসেক্সের হয়ে কাউন্টির ওয়ানডে ম্যাচের আগে অনুশীলনে কাঁধে চোট পান মোস্তাফিজ। দেশে ফিরে পুনর্বাসনের মধ্যে আছেন এই কাটার মাস্টার। পুনর্বাসন চলাকালীন সময়ে ইতোমধ্যেই দুই সপ্তাহ বল হাতে অনুশীলনও করেছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০