মুস্তাফিজের প্রশংসা করলেন মঈন আলী

0
91

স্পোর্টস ডেস্ক:: ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলী ওয়ানডে সিরিজ শুরুর আগে প্রশংসা করলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের। এই পেসার ছাড়াও বাংলাদেশ দলের বোলিং ডিপার্টমেন্ট নিয়েও প্রশংসা করেছেন ইংলিশ এই ক্রিকেটার। কিছু দিন আগেই বিপিএল খেলে যাওয়া মঈন আলী ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে এসেছেন ঢাকায়।

সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই পেসারের প্রশংসা করে জানিয়েছেন, তাকে মোকাবেলা করার প্রস্তুুতি নিয়েই এসেছেন ইংলিশরা। মুস্তাফিজের স্কিল সম্পর্কেও জানেন ইংল্যান্ডের খেলোয়াড়রা, মন্তব্য করেছেন এই ইংলিশ ক্রিকেটার।

মুস্তাফিজ প্রসঙ্গে তিনি বলেন, ‘সে খুভই ভালো বোলার। একই সঙ্গে অভিজ্ঞ। ভালো বল করে। আমরা জানি তার স্কিল সম্পর্কে। তাকে মোকাবিলা করার জন্য যা যা দরকার, সেভাবে আমরা প্রস্তুুত রয়েছি।’

তামিম ইকবালের দলের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে মঈন আলী বলেন, ‘আমরা জানি বাংলাদেশ বোলিং আক্রমণে অনেক ভালো। বিশেষ করে এই কন্ডিশনে তারা খুব ভালো খেলে। পেস আক্রমণের পাশাপাশি তাদের স্পিনাররাও ভালো করে। আমরা সেই অনুযায়ী প্রস্তুুতি নিয়েছি। আশা করি ভালো কিছু করতে পারব।’

সিরিজ জেতার জন্য ইংলিশরা সেরাটা দেবে মন্তব্য করে তিনি আরো বলেন, ‘সম্প্রতি আমরা সেরা দলটি পাইনি। তবে এবার আমাদের সঙ্গে মার্ক উড, জোফ্রা আর্চারসহ উইল জ্যাকস রয়েছে। আমরা চেষ্টা করব নিজেদের সেরাটা দেওয়ার জন্য। সিরিজের আগে কারা এগিয়ে থাকবে, সেটা বলা কঠিন। আমরা কোনো কিছুতেই ভয় পাই না। দেখা যাক, কী হয়।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০00

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here