স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান টাইগার একাদশে অনিয়মিত। ফর্মে নেই। ম্যাচের পর ম্যাচও চেনা মুস্তাফিজুর রহমানের দেখা মিলছে না।অথচ এই মুস্তাফিজই আইপিএলে দুর্দান্ত, অপ্রতিরোধ্য।
চেন্নাই সুপার কিংসের জার্সিতে মুস্তাফিজ ফিরেছেন চেনারূপে। দুর্দান্ত সময় কাটাচ্ছেন।বিধ্বস্ত করেছেন বিদেশী তারকা ক্রিকেটারদের। দেশে থাকা সতীর্থ ক্রিকেটাররা ফিজের এমন পারফরম্যান্সে দারুণ খুশি। বাংলাদেশ দলের পেসার শরিফুল ইসলাম জানিয়েছেন, আইপিএলে মুস্তাফিজের ম্যাচ তিনি নিয়মিত দেখেন।
মুস্তাফিজ দেশের হয়ে পারফর্ম করছেন, কিন্তুু আইপিএলে পারফরম্যান্স করছেন। শরিফুল মনে করেন, আইপিএলে মুস্তাফিজ খেলছেন চাপহীন থেকেই। দেশের হয়ে খেললে যে পরিমাণ চাপ থাকে, আইপিএলে সেই চাপ নেই।
সতীর্থ ক্রিকেটারের খেলা নিয়মিত দেখেন জানিয়ে শরিফুল ইসলাম বলেন, ‘মুস্তাফিজ ভাইয়ের প্রতিটা বল দেখি এবং ম্যাচের পরের দিন কথা হয়।’
দেশের হয়ে খেলার সময় চাপ থাকেন, আইপিএলে সেই চাপ নেই জানিয়ে শরিফুল ইসলাম বলেন, ‘আমার মনে হয় যে বাংলাদেশের চেয়ে আইপিএলে মুস্তাফিজ ভাই ভালো উপভোগ করেন। কারণ ওইখানে চাপটা খুব কম আরকি। বাংলাদেশে হয়তো অনেক চাওয়া থাকে, হয়তো একটু খারাপ হলে অনেক চাপ পড়ে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post