স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মাতিয়ে এখন বাংলাদেশের হয়ে বিশ্বকাপ খেলতে গেছেন মুস্তাফিজুর রহমান। এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবেন। তবে বিশ্বকাপের পরও দম ফুসরতের সময় নেই ফিজের। টাইগারদের কাটার মাস্টার বিশ্বকাপ শেষেই ধরবেন লঙ্কার বিমান। সেখানে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলবেন। প্লেয়ার্স ড্রাফটের আগে বিদেশি আইকন ক্যাটাগরিতে তাকে দলে নিয়ে ডাম্বুলা থান্ডার্স।
এবার ড্রাফটের আগে দেশিদের মধ্য থেকে রিটেইন ও প্রি-সাইনড খেলোয়াড়ও দলে নিল ডাম্বুলা। দলটি চার লঙ্কান ক্রিকেটারকে নিয়েছে। যার মধ্যে আছেন দিলশান মদুশঙ্কা, নুয়ান থুসারা, দুসান হেমন্ত ও প্রভীন জয়াবিক্রমা। সবাই লঙ্কানদের জার্সিতে জাতীয় দল মাতিয়েছেন ইতিমধ্যে। এর বাইরে আরও এক বিদেশিও দলে টেনেছে ডাম্বুলা। তিনি হলেন আফগানিস্তানের ব্যাটার ইব্রাহিম জাদরান।
এর মধ্যে মদুশঙ্কা সবশেষ আইপিএলে সুযোগ পেলেও, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ইনজুরির কারণে খেলতে পারেননি। তবে নুয়ান থুসারা একই ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠ মাতিয়েছেন। আর দুসান হেমন্ত সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছেন সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে। এবার এরা সবাই বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের সাথে একই দলের হয়ে মাঠ মাতাবেন এলপিএলে।
আগামী ২১ মে অনুষ্ঠিত হবে এলপিএলের প্লেয়ার্স ড্রাফট। সেখান থেকে আরও ক্রিকেটার নিয়ে স্কোয়াড বানাবে ডাম্বুলা থান্ডার্স। আগামী ১ জুলাই থেকে শুরু হবে এলপিএলের এবারের আসর। ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টটি শেষ হবে ২১ জুলাই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post