স্পোর্টস ডেস্কঃ টানা পাঁচ হারে আইপিএলে পয়েন্টের দেখা এখনো পায় নি দিল্লি ক্যাপিটালস। এর মধ্যে আরেক দুঃসংবাদ শুনতে হলো দলটিকে। ব্যাঙ্গালোর থেকে দিল্লি ফেরার পথে ক্রিকেটারদের ব্যাট-প্যাড-জুতোসহ একাধিক দামি জিনিসপত্র চুরি হয়ে গেছে! ভারতীয় গণমাধ্যম এমনটাই জানিয়েছে।
দিল্লি রোববার ম্যাচ খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে। সেই ম্যাচের হারের ক্ষত নিয়ে ফিরে ঘরের মাঠে। কিন্তু তাঁর আগে ক্রিকেটারদের ব্যাট-প্যাডসহ সামগ্রী উধাও কিট ব্যাগ থেকে। জানা গেছে অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ফিল সল্টের তিনটি করে ব্যাট, অলরাউন্ডার মিচেল মার্শের দুটি ব্যাট চুরি হয়েছে। এছাড়া একাধিক ক্রিকেটারের জুতো-গ্লাভস ইত্যাদি উধাও হয়ে গেছে!
বৃহস্পতিবার দিল্লি তাদের ষষ্ঠ ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। এই ম্যাচের আগে ব্যাট-প্যাড খুইয়ে বিপাকে ক্রিকেটাররা। জানা গেছে ইতোমধ্যে অর্ধেক সামগ্রী নিয়ে তাঁরা মঙ্গলবার অনুশীলন করেছে। তবে ম্যাচে খেলার জন্য ব্যাট প্রস্তুতকারী সংস্থাকে ক্রিকেটাররা নতুন ব্যাট পাঠানোর জন্য অর্ডার দিয়েছেন। আজই ক্রিকেট সামগ্রীগুলো হাতে পেয়ে যাওয়ার কথা ওয়ার্নার-মুস্তাফিজদের।
চুরি হয়ে যাওয়া প্রসঙ্গে দিল্লির একটি সূত্র জানায়ে, ‘প্রত্যেক ক্রিকেটার চুরির খবরে চমকে গেছে। তাঁরা কিট ব্যাগ দেখে বেশ অবাকই হয়েছেন। প্রথমবার এরকম ঘটনা ঘটল। এই বিষয়টা আমরা পুলিশ, লজিস্টিক বিভাগ ও বিমানবন্দর কর্তৃপক্ষকে জানিয়েছি। তদন্ত চলছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০