মুহুর্মুহু আক্রমণে ইরানকে গোল দিয়ে বিরতিতে আমেরিকা

0
54

স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপের সুপার সিক্সটিনে খেলতে হলে ইরানের বিপক্ষে জিততেই হবে আমেরিকাকে। ম্যাচের শুরু থেকেই তাই আক্রমণাত্মক যুক্তরাষ্ট্র। একের পর এক আক্রমণে কোণঠাসা করে রেখেছে ইরানকে।

প্রতিপক্ষকে ঠেকিয়ে রাখতে প্রাণপণ চেষ্টা করছিলেন ইরানের খেলোয়াড়েরা। প্রথমার্ধের বেশির ভাগ সময় তারা সফলও হন। তবে একদম শেষ দিকে গিয়ে গোল হজম করে বসে দলটি। বিরতির আগেই তাই লিড নিয়েছে যুক্তরাষ্ট্র।

ম্যাচের ৩৮তম মিনিটে পুলিসিকের গোলে লিড নেয় যুক্তরাষ্ট্রের। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে গেছে দলটি। ম্যাচের শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণে ইরানের বিপক্ষে গোলের জন্য মরিয়া হয়ে উঠে দলটি। নিজেদের রক্ষণ সামলাতে রীতিমতো ঘাম ঝড়ছে ইরানিদের।

‘বি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হয় দুই দল। কাতারের আল থুমামে স্টেডিয়ামে চলছে দুই বৈরী দেশের ফুটবল যুদ্ধ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০00

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here