স্পোর্টস ডেস্কঃ আগামী বছরের জানুয়ারিতে পাকিস্তানে সফর করার কথা রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দীর্ঘ ১৫ বছর পাকিস্তান সফরে যাচ্ছে ইংলিশরা। তবে এত বছর পরে পাকিস্তানে সিরিজ খেলতে গেলেও মূল দল পাঠাবে না ইংল্যান্ড। দ্বিতীয় সারির দলের বিপক্ষেই ঘরের মাঠে সিরিজ খেলতে হবে পাকিস্তানকে।
মূলত একই সময়ে ঠাসা ক্রিকেট সূচি থাকায় দ্বিতীয় সারির দল দিবে বিশ্ব চ্যাম্পিয়নরা। পাকিস্তান যে সময়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলার কথা রয়েছে, সেই সময়ে ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফরে থাকার কথা।
পিসিবি সভাপতি এহসান মানি বলেন, ‘ইংল্যান্ডের মূল দল শ্রীলঙ্কা সফরে থাকবে। তবে একই সময়ে তারা পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে। বিশ্ববাসীকে এই বার্তাই দিবে- পাকিস্তান ক্রিকেট খেলার জন্য নিরাপদ।’
২০০৫ সালের পর এখনো পর্যন্ত নিরাপত্তা জনিত কারণে পাকিস্তানে যায়নি ইংল্যান্ড। আগামী বছরের জানুয়ারিতে দেশটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে তাদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০