মেক্সিকো-পোল্যান্ডকে হারাতে চান মেসি

0
106

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে দুঃস্বপ্নের মতো শুরু আর্জেন্টিনার। ‘সি’ গ্রুপের প্রথম ম্যাচে শিরোপার অন্যতম ফেভারিট লিওনেল মেসির আর্জেন্টিনা ২-১ গোলে হেরেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের বিপক্ষে। ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে পড়ার পরও দ্বিতীয়ার্ধের শুরুতে পরপর দুই গোল করে জয় নিশ্চিত করে আরবের দেশটি।

গ্রুপ পর্বে আর্জেন্টিনার পরের দুটি ম্যাচ মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে। যেকোনো বিচারেই সৌদি আরবের চেয়ে মেক্সিকো আর পোল্যান্ড শক্তিধর দল। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে পোল্যান্ড ও আলবেসেলিস্তেরা, আগামী ১ ডিসেম্বর। এর আগে ২৭ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে খেলবে মেসিরা।

সৌদি আরবের বিপক্ষে হারের পর আর্জেন্টিনা অধিনায়ক জানান, পরের দুই ম্যাচে তাকিয়ে তারা। মেসি বলেন, ‘এটা সকলের জন্যই খুবই বড় এক ধাক্কা। এভাবে আসর শুরু হবে আমরা প্রত্যাশা করিনি। এমন কিছু অনেক সময় ঘটে যায়। আমাদের সামনে যা অপেক্ষা করছে তার জন্য প্রস্তুত হতে হবে। দুই ম্যাচেই আমাদের জিততে হবে এবং সেটা আমাদের খেলার ওপরই নির্ভর করছে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here