স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে দুঃস্বপ্নের মতো শুরু আর্জেন্টিনার। ‘সি’ গ্রুপের প্রথম ম্যাচে শিরোপার অন্যতম ফেভারিট লিওনেল মেসির আর্জেন্টিনা ২-১ গোলে হেরেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের বিপক্ষে। ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে পড়ার পরও দ্বিতীয়ার্ধের শুরুতে পরপর দুই গোল করে জয় নিশ্চিত করে আরবের দেশটি।
গ্রুপ পর্বে আর্জেন্টিনার পরের দুটি ম্যাচ মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে। যেকোনো বিচারেই সৌদি আরবের চেয়ে মেক্সিকো আর পোল্যান্ড শক্তিধর দল। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে পোল্যান্ড ও আলবেসেলিস্তেরা, আগামী ১ ডিসেম্বর। এর আগে ২৭ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে খেলবে মেসিরা।
সৌদি আরবের বিপক্ষে হারের পর আর্জেন্টিনার ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ জানান, পরের দুই ম্যাচ ফাইনাল মনে করে খেলবেন তারা। মার্টিনেজ বলেন, ‘হার অনেক কষ্ট দেয়। আমরা জয় দিয়ে শুরু করতে চেয়েছিলাম, সেই আশার শেষ। এখন যে ম্যাচগুলো বাকি আছে তা নিয়ে ভাবতে হবে।’
ভুল থেকে শিক্ষা নিয়ে মেক্সিকো-পোল্যান্ড ম্যাচে ভালো করার ব্যাপারে আশাবাদী মার্টিনেজ। তিনি বলেন, ‘এখন আমাদের বিশ্রাম নিতে এবং সামনে কী অপেক্ষা করছে তা নিয়ে ভাবতে হবে। মেক্সিকো ও পোল্যান্ড কঠিন চ্যালেঞ্জ জানাবে, আজকের লড়াইও কঠিন ছিল। দ্বিতীয়ার্ধে আমরা ভুল করেছি, সামনের ম্যাচগুলোতে আমাদের ভুল সংশোধন করতে হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০