স্পোর্টস ডেস্কঃ মেক্সিকোকে হারিয়ে কাতার বিশ্বকাপে টিকে থাকা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে ২ গোল করে লিওনেল স্কালোনির দল। তবে প্রথামার্ধে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের তেমন খুঁজেই পাওয়া যায়নি। বলের দখলে লিওনেল মেসিরা এগিয়ে ছিলেন বটে। কিন্তু গোলমুখে শট নিয়ে প্রতিপক্ষ গিলের্মো ওচোয়াকে তেমন বিপদে ফেলতেই পারেননি কেউ। প্রথম ৪৫ মিনিট যেভাবে খেলছিল আলবেসেলিস্তেরা, তাতে ক্রমে ফিকে হয়ে আসছিল দলটির শেষ ষোলোর আশাও।
ম্যাচ শেষে মেক্সিকোর বিপক্ষে খেলাটা কতটা কঠিন ছিল, তা জানিয়েছেন মেসি। আর্জেন্টিনা অধিনায়ক বলেন, ‘মেক্সিকো শক্ত প্রতিপক্ষ। আমাদের কাজটা সহজ ছিল না। প্রথমার্ধে আমরা চাপ সয়ে গেছি। দ্বিতীয়ার্ধে আমরা স্নায়ুচাপ সামলে নিয়েছি ও নিজেদের খেলাটা খেলতে পেরেছি।’
এই জয়ে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে উঠলো আর্জেন্টিনা। সমানসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মেক্সিকো। সৌদি আরব ৩ ও মেক্সিকোর পয়েন্ট ১। একটি করে ম্যাচ এখনো বাকি থাকায় গ্রুপ থেকে চার দলেরই শেষ ষোলোতে যাবার সুযোগ থাকছে।
গোল শূণ্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে মেসির দারুণ এক গোলে বিশ্বকাপে নতুন জীবন লাভ করে আর্জেন্টিনা। নতুন করে পাওয়া এই সুযোগকে এখন আর হারাতে চান না আর্জেন্টাইন অধিনায়ক। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০