স্পোর্টস ডেস্কঃ রিয়াল মাদ্রিদে ৯ বছর কাটিয়ে গ্যারেথ বেল ‘ফ্রি এজেন্ট হিসেবে গত জুনে যোগ দেন লস এঞ্জেলসে। মেজর লিগ সকারের এই ক্লাবের হয়ে সোমবার অভিষেক হলো ওয়েলসের তারকার। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড ম্যাচের শেষ ২০ মিনিট মাঠে ছিলেন।
ন্যাশভিল এসসির বিপক্ষে লস এঞ্জেলস ২-১ গোলে জয় পেয়েছে। ক্রিশ্চিয়ান আরাঙ্গোর গোলে এগিয়ে যায় লস এঞ্জেলস। এরপর অবশ্য সমতায় ফেরে ন্যাশভিল। হানি মুখতারের গোল করেন দলের হয়ে। দ্বিতীয়ার্ধে কলম্বিয়ান ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানের বদলি হিসেবে মাঠে নামেন বেল। অবশ্য ম্যাচের শেষদিকে আর কোনো গোল হয় নি। বেলের দলের জয়সূচক গোলটি করেছেন হোসে কিফুয়েন্টেস।
বেলের পাশাপাশি লস এঞ্জেলসের হয়ে অভিষেক হয়েছে সাবেক জুভেন্টাস ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনিরও। গত মৌসুমে জুভদের ঢেরা ছেড়ে মেজর লিগে পাড়ি জমান অভিজ্ঞ এই ফুটবলার।
২০১৩ সালে ওই সময়ের রেকর্ড ট্রান্সফার ফিতে বেলকে দলে টেনেছিল রিয়াল। সেখানে ৯ বছরের ক্যারিয়ারে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি লা লিগাসহ আরও অনেক শিরোপা জিতেছেন তিনি।