স্পোর্টস ডেস্কঃ উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৫ রানে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে বল হাতে এক ওভার বোলিং করে ১ উইকেট নেন মোসাদ্দেক হোসেন। দারুণ ছন্দে থাকা এই স্পিনারকে এরপর আর বলই দেননি টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচ শেষে তার হাতে বল না তুলে দেয়ার কারণ জানিয়েছেন রিয়াদ।
ক্যারিবিয়ান অধিনায়ক নিকোলাস পুরানকে নিয়ে দারুণ এক জুটি গড়ে দলের বিপর্যয় সামাল দিচ্ছিলেন ওপেনার ব্র্যান্ডন কিং। এই দুজনের ৭৪ রানের জুটি ভাঙেন মোসাদ্দেক। এই অফস্পিনারের লেন্থ বলে স্লগ সুপ করতে গিয়ে এলবিডব্লিউ হন পুরান।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মোসাদ্দেককে বোলিং না দেওয়া প্রসঙ্গে রিয়াদ বলেন, ‘মোসাদ্দেককে অবশ্যই বোলিং করাতাম। তবে রভম্যান পাওয়েল যখন ব্যাটিংয়ে ছিল, দুজনই ডানহাতি ব্যাটসম্যান ছিল, ওই পাশে ছোটও ছিল (সীমানা), এজন্য ঝুঁকিটা নেইনি। ওই সময় তাসকিনকে বোলিংয়ে আনি, আরেক পাশ থেকে সাকিব বোলিং করছিল। সাকিবকেও কিছুটা পরে বোলিংয়ে আনি, যেহেতু পুরান (বাঁহাতি) ব্যাটিং করছিল।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০