স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে বড় জয় পেয়েছে শ্রীলঙ্কা। আয়ারল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে জিতেছে দাসুন শানাকার দল। হার দিয়ে প্রথম পর্ব শুরু করা লঙ্কানরা ছিল বাদ পড়ার শঙ্কায়। তবে ঘুরে দাঁড়িয়ে সুপার টুয়েলভে জায়গা করে নিয়ে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে তারা।
বেলেরিভ ওভালে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই স্বস্তিতে ছিল না আয়ারল্যান্ড। ২০ ওভারে ৮ উইকেটে ১২৮ রান তোলে তারা। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। আইরিশদের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন হ্যারি টেক্টর।
জবাব দিতে নেমে ধনঞ্জয়া ডি সিলভা আর কুশল মেন্ডিস ৫০ বলে ৬৩ রানের উদ্বোধনী জুটি গড়েন। ধনঞ্জয়া ২৫ বলে ৩১ করে ফিরলেও মেন্ডিস হাফসেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি। দ্বিতীয় উইকেটে চারিথ আসালাঙ্কাকে নিয়ে ৪০ বলে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন তিনি। এই ওপেনার ৪৩ বলে ৫ চার আর ৩ ছক্কায় অপরাজিত থাকেন ৬৮ রানে। ২২ বলে ৩১ আসে আসালাঙ্কার ব্যাট থেকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০