স্পোর্টস ডেস্কঃ এদুয়ার্দো মেন্দি চলে যাওয়ার পর থেকেই নতুন গোলরক্ষক খুঁজছিল চেলসি। সেই জায়গায় রবার্ত সানচেজকে দলে ভেড়াল ব্লু’জরা। স্প্যানিশ এই গোলরক্ষকের সাথে ৭ বছরের চুক্তি করেছে দলটি। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে চেলসি।
সানচেজকে ব্রাইটন দল থেকে নিজেদের ঢেরায় ভিড়িয়েছে চেলসি। স্পেন জাতীয় দলের হয়ে ২ ম্যাচ খেলা সানচেজকে কত মূল্যে দলে ভিড়িয়েছে, সেটা নিশ্চিত করেনি স্টামফোর্ড ব্রিজের দল। তবে বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, ২৫ মিলিয়ন পাউন্ডে সানচেজকে নিয়েছে চেলসি।
ব্রাইটনের একাডেমিতে ২০১৩ সালে যোগ দেন সানচেজ। সেখান থেকে ক্লাবটির মূল দলে খেলছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের হয়ে ৮৭টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। সবশেষ মৌসুমে সব মিলিয়ে ২৫টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ব্রাইটনের জার্সিতে।
সেই সানচেজকে এবার লম্বা সময়ের জন্য দলে নিল চেলসি। নিজেদের দল নতুন করে ঢেলে সাজাচ্ছে ক্লাবটি। অনেক খেলোয়াড়কেই ছেড়ে দিয়েছে। নতুন নতুন সব খেলোয়াড় নেওয়া হচ্ছে। দলের নতুন কোচ মাউরিসিও পচেত্তিনো নতুন করে সাজাচ্ছেন সবকিছু।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০