স্পোর্টস ডেস্কঃ বার্সেলোনা ছেড়েছেন মেমফিস ডিপাই। ডাচ এই ফরোয়ার্ড আড়াই বছরের চুক্তিতে যোগ দিয়েছেন স্পেনের আরেক ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদে। শনিবার রাতে মাদ্রিদের দলের হয়ে তাঁর অভিষেক হয়েছে। রিয়াল ভায়োদলিদের বিপক্ষে ম্যাচের শেষদিকে বদলি হিসেবে মাঠে নামেন মেমফিস।
নতুন ক্লাবে নিজেকে মেলে ধরতে দারুণ আশাবাদী মেমফিস। অ্যাথলেটিকোয় যোগ দিয়ে সংবাদ সম্মেলনে বলেছিলেন, নিজেকে মেলে ধরতে মুখিয়ে আছেন তিনি। মেমফিস জানিয়েছিলেন, ‘সবকিছুই দুর্দান্ত হয়েছে। কোচের (দিয়েগো সিমেওনে) সঙ্গে আমার একটা ভালো কথোপকথন হয়েছে এবং কী করতে পারি তা দেখানোর জন্য আমি উন্মুখ। এটি খুব বড় ক্লাব, যাদের একটি অসাধারণ ইতিহাস রয়েছে। তাদেরকে নিয়ে অনেক ভালো গল্প শুনেছি। তারা আমাকে এখানে দেখতে চেয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ ছিল এটি।’
মেমফিসের অভিষেক ম্যাচে অ্যাথলেটিকো জিতেছে ৩-০ গোলে। গতরাতে ওয়ান্ডা মেট্রোপলিটানোয় ম্যাচের ৭৫তম মিনিটে মাঠে নামেন এই ফরোয়ার্ড। আলভারো মোরাতার বদলি হিসেবে খেলেন তিনি। অ্যাথলেটিকোর জয়ে গোল করেছেন মোরাতা, অ্যান্তেনিও গ্রিজমান ও মারিও হারমোসো। ম্যাচের প্রথমার্ধে ৩ গোলে লিড নেওয়া মাদ্রিদের দলটি শেষ পর্যন্ত জিতেছে এই ব্যবধানেই।
মেমফিস ২০২১ সালে ফরাসি ক্লাব লিওঁ থেকে ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন। এই ডাচ তারকা বার্সার হয়ে ৪২ ম্যাচে ১৪টি গোল করেন। মূলত রবার্ত লেভানডফস্কি বার্সায় যোগ দেবার পর একাদশ থেকে জায়গা হারান তিনি। মাঝে চোটের সাথে লড়তে হয়েছিল তাঁকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post