স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রথমবারের মতো মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ফুটবল আসর ‘উইমেন্স সুপার লিগ’ শুরু করতে যাচ্ছে। সোমবার ফেডারেশন মেয়েদের এই ফ্র্যাঞ্চাইজি লিগের ট্রফি ও বল উন্মোচন করেছে।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাফুফে কর্মকর্তারা জানিয়েছেন, ‘অস্ত্র’ নামক বল দিয়েই খেলা হবে মেয়েদের সুপার লিগ। টুর্নামেন্টটিতে অংশ নেবে চারটি দল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন উইমেন্স সুপার লিগের বল ‘অস্ত্র’ এনেছে ভারত থেকে। ভারতীয় প্রতিষ্ঠান নিভিয়া স্পোর্টস তৈরি করেছে এই বল। বাংলাদেশের উইমেন্স সুপার লিগের জন্য নির্মিত এই বল বাজারজাত করা হবে না। অর্থাৎ কোনো কোথাও খেলা হবে না এই বল দিয়ে। ফিফা অনুমোদিত বলটিতে থাকছে বাংলায় লেখা নাম। প্রথমবারের মতো ফিফার অনুমোদিত কোনো বলে থাকলো বাংলা লেখা।
উইমেন্স সুপার লিগের স্বত্ব পাওয়া প্রতিষ্ঠান কে স্পোর্টস জানিয়েছে, ১৩ মে জানানো হবে লিগের সূচী। ফুটবল ফেডারেশন কে স্পোর্টসের কাছে বিক্রি করেছে স্বত্ব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post