স্পোর্টস ডেস্কঃ সুখবর পেলেন লিটন দাস। বাবা হয়েছেন দেশের এই উইকেটরক্ষক ব্যাটার। এর আগে বিশ্বকাপের মাঝে দুইবার দেশে ফিরে এসেছিলেন লিটন। বিসিবির পক্ষ থেকে পারিবারিক কারণ বলা হলেও গুঞ্জনটা তখন থেকেই ছিল। সেটা আরও জোরালো হয় নিউজিল্যান্ড সিরিজ থেকে লিটনের ছুটি চাওয়ার আবেদনে।
চলতি মাসেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। বিসিবির সূত্র মতে, স্ত্রীর পাশে থাকতে সিরিজের প্রথম টেস্টটি খেলতে চান না লিটন। প্রথম টেস্ট থেকে ছুটি চেয়েছেন এই উইকেটকিপার-ব্যাটার। তবে বিসিবির সূত্র জানিয়েছে, লিটনকে ছুটি দেয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বোর্ড।
এদিকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা ২৭ মিনিটে লিটনের ঘর আলো করে আসে নতুন অতিথি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে পোস্ট দিয়ে লিটন নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।লিটন সেখানে জানিয়েছেন, মা মেয়ে দুজনেই সুস্থ আছেন। প্রত্যেকের প্রার্থনায় তাদেরকে রাখার অনুরোধ করেছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post