মেসিই সর্বকালের সেরাঃ হেরেরা

0
8

স্পোর্টস ডেস্কঃ ফুটবল বিশ্বে এক মহাতারকার নাম লিওনেল মেসি। কারো কাছে ভিনগ্রহের ফুটবলার মেসি, কারো কাছে জাদুকর মেসি, কারো কাছে আবার সর্বকালের সেরা মেসি। তবে শেষেরটি নিয়ে দ্বিমত করতে পারেন অনেকেই। অনেকের কাছে বড় তাঁরকা হলেও, সর্বকালের সেরা নন আর্জেন্টাইন সুপারস্টার।

তবে প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) মেসির ক্লাব সতীর্থ আন্দের হেরেরার চোখে, মেসিই সর্বকালের সেরা ফুটবলার। আর সেটা কোনো ধরনের তর্ক ছাড়াই। মূলত সবশেষ মৌসুমে মেসির মলিন পারফর্মেন্স নিয়ে কথা বলতে গিয়েই, এমনটা জানিয়েছেন হেরেরা।

গেল মৌসুমে চিরচেনা মেসিকে দেখা যায়নি। এই ফুটবল জাদুকরের পারফর্মেন্স ছিল মলিন। অবশ্য এর জন্য কিছু কারণও আছে। দলের সব পেনাল্টি তিনি নেন নি। এছাড়া অনেকগুলো বলই গোলবারে লেগে আটকে গেছে। গোল না পাওয়ার কারণ হিসেবে এসব তুলে ধরেছেন ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার।

হেরেরা বলেন, ‘সবাই মেসির কাছ থেকে মৌসুমে ৫০ গোল আশা করে। আর না পারলেই সমালোচনা করে। এখান যদি সে ৫০ গোল করতে না পারে, তাহলে মানুষ কথা বলে। ভুললে চলবে না মেসির ১০টি শট পোস্টে লেগে আটকে গেছে। সেগুলো যদি গোল হতো, তাঁর মৌসুমটা অনেক ভালো দেখাতো। আমার কাছে কোনো ধরনের তর্ক ছাড়াই সর্বকালের সেরা সে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here