স্পোর্টস ডেস্ক:: ইন্টার মায়ামির কোচ শুরুতে একাদশে রাখেননি লিওনেল মেসিকে। গোল হচ্ছে না দেখে দ্বিতীয়ার্ধে মাঠে নামান আর্জেন্টাইন তারকাকে। কিন্তুু তাতে আর কাজ হয়নি।
মেজর লিগে শেষ পর্যন্ত আর জিততে পারেনি মায়ামি। সিনসিনাটি ১-০ গোলে হারিয়েছে মায়ামিকে। মেসি মাঠে নামার পরই গোল হজম করতে হয়েছে দলটিকে।
মেসিকে ছাড়া খেলতে নেমে আগের ম্যাচে এক হালি গোল হজমের পর এবারাে শুরুর একাদশে মেসিকে রাখেননি মায়ামির কোচ। তবে গোল হচ্ছে না দ্বিতীয়ার্ধে মাঠে নামান। আর্জেন্টাইন জাদুকর দলকতে জেতাতে পারেননি।
সিনসিনাটি মায়ামির চোখ চোখ রেখে লড়াই করে। প্রায় সমানে সমান ছিলো দুই দলের লড়াই। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। গোল শুন্য সমতায় ম্যাচ রেখে বিরতিতে যেতে হয় দু’দলকে।
বিরতির মিনিট দশেক পরই মাঠে নামেন মেসি। দলের বড় তারকাকে নিয়ে মায়ামি আক্রমণ কিছুটা বাড়ালেও গোলের দেখা পাচ্ছিলো না। উল্টো ম্যাচের ৭৮তম মিনিটে ব্যারিয়ালের দারুণ এক গোলে সিনসিনাটি এগিয়ে যায় ১-০ গোলে।
পিছিয়ে পড়া মায়ামি বারবার আক্রমণ করেও সিনসানিটর রক্ষণে চিড় ধরাতে পারেনি। শেষ পর্যন্ত তাই আর ম্যাচে ফেরা হয়নি। ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদেরকে।
এসএনপিস্পের্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post