স্পোর্টস ডেস্ক:: স্বপ্নের ট্রফি নিয়ে খেলোয়াড়রা কত আবেগী কাজ করে থাকেন। এই তালিকা থেকে বাদ যাননি আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। কাতার বিশ্বকাপ জয়ের পর বহু অরাধ্যের স্বপ্নের বিশ্ব চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়।
এরপর থেকেই খেলোয়াড়েরা মেসির আদলে ট্রফি নিয়ে উদযাপন করছেন। স্বপ্নের ট্রফিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ছেন। বাদ যাননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ইতিহাস গড়ে পাকিস্তানে টেস্টে ধবল ধোলাই করা স্বপ্নের সেই ট্রফি নিয়ে তিনিও ঘুমিয়েছেন। সেই ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বুধবার সকালে ট্রফির সঙ্গে বিছানায় ঘুমিয়ে থাকা শান্ত ছবি পোস্ট করে লিখেছেন- শুভ সকাল।
পাকিস্তানকে প্রথম টেস্টে ১০ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো দেশটির বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পায় টাইগাররা। দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে হারিয়ে সিরিজ জিতে বাংলাদেশ দল। টাইগারদের এমন দাপুটে জয়ে প্রশংসা হচ্ছে চারিদিকে।
আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত ছিলো দু’টি টেস্টই। ফলে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও পয়েন্টের খাতা খুললো বাংলাদেশ দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০