মেসিকে অ্যাস্টন ভিলায় নিতে নিজের বেতন কমাবেন মার্টিনেজ

0
43

স্পোর্টস ডেস্ক:: মেসির স্বপ্নের বিশ্বকাপ হাতে উঠেছে, তাতে বড় অবদান ছিলো গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। টাইব্রেকারে তিনিই দলের জয়ের নায়ক। লিওনেল মেসির সতীর্থ এই গোলরক্ষক ক্লাব ফুটবলে খেলেন অ্যাস্টন ভিলায়। বিশ্বকাপ জয়ী অধিনায়ক পিএসজির তারকা।

ফরাসি ক্লাবটিতে মেসির মেয়াদ ফুরিয়ে আসছে। তিনি কোথায় যাবেন সেটা নিয়েই যতো জল্পনা-কল্পনা। সৌদীর ক্লাব আল হিলাল তাকে দলে নিতে লোভনীয় অফার দিয়েছে। তিনিও সৌদী ঘুরে গেছেন। বার্সাও তাকে ফেরাতে চাইছে। চোখ আছে আরো কয়েকটি ক্লাবের। কিন্তুু এবার মার্টিনেজ জানালেন, ক্লাব সতীর্থ হিসেবে মেসিকে পেতে চান তিনি।

অ্যাস্টন ভিলাও মেসিকে আনার তালিকায় এবার যোগ দিলো। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে তিনি আসবেন কিনা, নাকি পিএসজিতে থাকবেন, না থাকলে গন্তব্য সৌদী নাকি ক্যাম্প ন্যু এসব নিয়েই যতো আলোচনা চলছে।

কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক হওয়া মার্টিনেজ মেসির ভালো বন্ধুও। দু’জনের মেলা বন্ধনেই আর্জেন্টাই তারকার হাতে উঠেছে স্বপ্নের বিশ্বকাপ। সেই জন্যই হয়তো ক্লাব সতীর্থ হিসেবে তিনি বন্ধুকে চেয়েছেন। সেজন্য নিজের বেতনেও হাত দিতে রাজি আছেন তিনি।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইএসপিএনে এক সাক্ষাৎকারে মার্টিনেজ মেসির জন্য নিজের বেতন কমানোর কথা জানিয়ে বলেন, ‘যদি তারা দুয়ো দেয়, তাহলে মেসিকে আমি অ্যাস্টন ভিলায় নিয়ে আসব। আমি নিজের বেতন কমাব। তাকে পেতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here