স্পোর্টস ডেস্ক:: অর্জনের খাতায় বাকী রাখেননি কিছুই। বার্সাকে অনেক শিরোপা জেতানো লিওনেল মেসি এখন পিএসজি তারকা। তবে সাবেক তারকাকে আজীবন সম্মাননা দিতে চান বার্সা সভাপতি হুয়ান লাপাের্তো।
দীর্ঘ দিনের সম্পর্ক ত্যাগ করে মেসি যখন পিএসজিতে যান, তখনি নানা মন্তব্য করে আলোচিত হন বার্সেলোনার সভাপতি। মেসি নিজেও হুয়ান লাপোর্তোর মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন। যার জের ধরে লাপোর্তার ভাবমূর্তি হয়েছিলো প্রশ্নবিদ্ধ। সমর্থকেরা বার্সা সভাপতির নাম দেন ভিলেন।
বার্সা সভাপতি এখন আগের সম্পর্কে ফিরতে চান মেসির সাথে। বিদায় বেলার তিক্ততা ভুলে যেনে চান তিনি। সাবেক তারকাকে দিতে চান আজীবন সম্মাননা।তিনি বলেন, ‘ওই সময়টাতে (বিদায়ের সময়) আমাদের যা করতে হতো আমরা তাই করেছি। এটি ভাবলেই আমার খুব মন খারাপ হয়। তবে আমাদের কাছ থেকে বিশেস সম্মাননা পাওয়ার যোগ্যতা রাখে মেসি। সেটি নষ্ট হতে দিতে পারি না।’
আগামি ২০২৪ সালে ১২৫ বছল পূর্তি হবে বার্সার। বর্ণাঢ্য সেই অনুষ্ঠানেই আর্জেন্টাইন অধিনায়ককে সম্মাননা জানাতে চাচ্ছে সাবেক ক্লাবটি।হুয়ান লাপোর্তা বলেন, ‘বার্সেলোনায় এত এত আনন্দ আর অর্জনের মুহূর্ত এনে দিয়েছে মেসি। খুব তাড়াতাড়িই তাকে সম্মান জানাতে পারবো বলে আশা করছি। মেসিকে ছাড়া বার্সেলোনা গত ২০টি বছর কেউ কল্পনা করতে পারবে না। সেই সময় ক্লাবের সব অনুপ্রেরণা ছিল মেসি।’
তবে সাবেক ক্লাবেই এই সম্মাননা নিতে আর্জেন্টাইন অধিনায় লিওনেল মেসি রাজি হবেন কিনা তা সেটি নিয়ে শঙ্কা আছে। পিএসিজেত এখন ভালোই সময় কাটাচ্ছেন এই তারকা। জাতীয় দলের হয়ে কাটিয়েছেন শিরোপা খরাও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০