স্পোর্টস ডেস্কঃঃ লিওনেল মেসিকে ছাড়া বিশ্বকাপ বাছাইয়ে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। সসমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে ৩ হাজার ফুট উচ্চতায় হারিয়েছে স্বাগকিত বলিভিয়াকে।
নিকোলাস গঞ্জালেজ, নিকোলাস তাগলিয়াফিকো ও এনজো ফার্নান্দেজদের গোলে ৩-০ ব্যবধানে বলিভিয়াকে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
বলিভিয়ার যে মাঠে খেলা হয়েছে মাঠটি সসমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে তিন হাজার ফুট উচ্চতায়। অতিথি দলগুলোকে তাই মাঠের বাইরেও নিতে হয় কন্ডিশনের বড় চ্যালেঞ্জ। স্কালোনির দল সেই চ্যালেঞ্জ জিতেছে ভালো ভাবেই।
ম্যাচে আধিপত্য দেখিয়েই খেলেছে আর্জেন্টিনা। ৩১তম মিনিটে এনজো ফার্নান্দেজের গোলে লিড নেয় দলটি। ১-০ গোলে এগিয়ে যাএয়া বিশ্ব চ্যাম্পিয়নদের বিরতির আগেই আরো এগিয়ে দেন নিকোলাস তাগলিয়াফিকো। ৪২ তম মিনিটে তার গোলেই আর্জেন্টিনা এগিয়ে যায় ২-০ গোলে। পিছিয়ে পড়া বলিভিয়া বিরতির আগে আর ম্যাচে ফিরতে পারেনি।
বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বলিভিয়া। তবে পারেনি। উল্টো ৮৩ তম মিনিটে তাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন নিকোলাস গঞ্জালেজ। আর্জেন্টিনার ৩-০ গোলের বড় জয় নিশ্চিত হয়।
Discussion about this post