স্পোর্টস ডেস্কঃ ইউএস ওপেন কাপের ফাইনালে হারল ইন্টার মায়ামি। বৃহস্পতিবার ফাইনালে হিউস্টন ডায়নামোর কাছে ২-১ গোলে হেরে গেছে লিওনেল মেসি-জর্দি আলবাবিহীন দলটি। প্রথমার্ধেই ডায়নামোর পক্ষে গোল দুটি করেন গ্রিফিন ডোরসি ও আমিনে বাসি। ম্যাচের অন্তিম মুহূর্তে মায়ামির পক্ষে একটি গোল শোধ করেন জোসেফ মার্টিনেজ।
আর্জেন্টিনার হয়ে ম্যাচে মাংসপেশিতে চোট পেয়েছিলেন মেসি। সেই চোট থেকে সেরে না ওঠায় ফাইনালে তাঁকে পায় নি মায়ামি। তবে ডিআরভি পিএনকে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তিনি। গ্যালারিতে বসে দলের হারটা দেখেছেন আর্জেন্টাইন এই মহাতারকা। হিউস্টন ম্যাচের প্রথমার্ধেই দুই গোল দিয়ে দেয় মায়ামিকে।
২৪ মিনিটে দুর্দান্ত প্রতি-আক্রমণ থেকে গোল করেন হিউস্টনের গ্রিফিন ডোরসে। ৯ মিনিট পর পেনাল্টি থেকে দলটিকে দ্বিতীয় গোলটি এনে দেন আমিনে বাসি। বিরতির পর মায়ামির জালে আরও একবার বল পাঠিয়েছিল হিউস্টন, কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।
দ্বিতীয়ার্ধে মায়ামির কোচ টাটা মার্টিনো একের পর এক খেলোয়াড় বদল করেন, তাতে হিউস্টনের আক্রমণের গতি কিছুটা কমে আসে। ম্যাচের শেষ দিকে জোসেফ একটি গোল শোধ করলে কিছুটা আশা অবশ্য দেখছিল মায়ামির সমর্থকরা, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আরেক গোল দিয়ে ম্যাচে আর সমতা ফেরানো হয় নি তাদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post