মেসিকে পিএসজির দরকার নেই- সাবেক ফ্রান্স ফুটবলার

0
61

স্পোর্টস ডেস্কঃ পিএসজির নিষেধাজ্ঞায় আছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। ফ্রেঞ্চ ক্লাবটির অনুমতি ছাড়া সৌদি আরব সফর করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। তাতে বেঁঁকে বসে নাসের আল খেলাইফির পিএসজি বোর্ড।

রেকর্ড ব্যালন ডি’অর জয়ী মেসিকে ২ সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা দেয় পিএসজি। আর সেই শাস্তিতে সমর্থন করছনে সাবেক ফ্রেঞ্চ ফুটবলার জেরোমি রোথেন। আরএমসি স্পোর্টকে তিনি বলেন, ‘সে (মেসি) ভুল করার পর তা স্বীকার করেছে। পিএসজি তাকে শাস্তি দিয়ে ঠিক কাজই করেছে। কারণ পেশাগত দিক থেকে সে অসদাচরণ করেছে। আমি ক্লাবের ম্যানেজার না হলেও আমার কথা পরিষ্কার।’

পিএসজির আর মেসিকে দরকার নেই জানিয়ে রোথেন বলেন, ‘দুই বছর সে এখানে আছে। আমার মতে, ফ্রান্সের চ্যাম্পিয়ন হতে মেসিকে পিএসজির দরকার নেই। এ কথা তো পরিষ্কার যে সে চুক্তি না করে চলে যাচ্ছে। এভাবেই তা (মেসি-পিএসজি সম্পর্ক) শেষ হবে।’

মেসিকে নিষিদ্ধ করা নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে বেশ। বিশ্বজয়ী এই তারকার সঙ্গে ক্লাবের বনিবনা হচ্ছে না বেশ কিছু দিন থেকে। হয়নি চুক্তি নবায়নও। অনেকেই প্যারিসে মেসির শেষও দেখে ফেলেছেন। বার্সা সাবেক তারকাকে ফেরানোর চেষ্টা করছে।

এদিকে সৌদির ক্লাব আল হিলাল মেসিকে ৪০ কোটি ডলারের প্রস্তাবও দিয়ে রেখেছে। এমন অবস্থায় ক্লাবের অনুমতি না নিয়ে মধ্যপ্রাচ্যের দেশে তাঁর যাওয়ায় অনেকেরই ধারণা, আর্জেন্টাইন তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর দেখানো পথে হাঁটছেন!

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here