মেসিকে বরণে প্রস্তুুতি নিচ্ছে সৌদীর আল হিলাল!

0
196

স্পোর্টস ডেস্ক:: লিওনেল মেসি পিএসজি ছেড়েছেন। শনিবারই ফরাসি জায়ান্টদের হয়ে শেষ ম্যাচ খেলবেন তিনি। ক্লাবের কোচ গালতিয়ে আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিয়েছেন বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক আর থাকছেন না তার দলে। শেষ পর্যন্ত পরিস্কার হলো মেসির দল বদলের খবর।

পিএসজি অধ্যায় শেষ করলেন তিনি। বার্সা ছেড়ে ফরাসি ক্লাবটিতেই যোগ দিয়েছিলেন বিশ্ব ফুটবলের এই মহাতারকা। মাস দু’এক আগ থেকেই তার বদলের খবর ছড়িয়ে পড়ে। সৌদীর ক্লাব আল হিলাল বিশ্বকাপ জয়ী অধিনায়ককে লোভনীয় প্রস্তাব দেয়। ৪০ কোটি ইউরোতে তাকে দলে নিতে চায় ক্লাবটি।

২০২১ সালে দুই বছরের চুক্তিতে পিএসজিতে যাওয়া মেসি বেশ ভালো খেলেন। লিগ ওয়ানের শিরোপা জয়েও রাখেন দারুণ অবদান। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির জার্সিতে ২১টি গোল করেছেন। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো ২০টি গোল।

ক্রীড়া বিশ্বের সর্বোচ্চ দামি খেলোয়াড় হয়ে মেসি যে ক্লাবটিতে যাচ্ছিলেন সেটা নিয়ে অনেক কথা হচ্ছিলো। পিএসজি থেকে ছুটি না নিয়ে সৌদী সফরে গিয়ে নিষিদ্ধও হন তিনি। সেই সফরেই সৌদীতে তার পরবর্তী ঠিকানা নিশ্চিত হয়ে যায়। আগ থেকেই দেশটির পর্যটন মন্ত্রণালয়ের শুভেচ্ছা দূত আর্জেন্টাইন এই তারকা।

সৌদী সফরে গিয়ে তিনি সেখানে তার আবাসন সুবিধাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেখে আসেন। ক্লাবও দুই সপ্তাহের নিষেধাজ্ঞা সমালোচনা পড়ে তুলে নেয়। শেষ পর্যন্ত সব কিছুই পরিস্কার হয়ে গেলো।

বিভিন্ন মাধ্যমের খবর- বিশ্বকাপ জয়ী অধিনায়ককে বরণে ইতিমধ্যে প্রস্তুুতিও শুরু করে দিয়েছে আল হিলাল। রাজকীয় অভ্যর্থনায় হিলালে পা ফেলবেন বিশ্ব ফুটবলের এই মহাতারকা। সৌদী সরকারও তাঁকে রাজকীয় ভাবে বরণ করে নেবে। মধ্যপ্রাচ্যৈর দেশটিতে ফুটবল তারকাদের মেলা বসছে রীতিমতো।

বিশ্বকাপ চলাকালেই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়েন রোনালদো। সৌদীর প্রো লিগের ক্লাব আল নাসরে যোগ দেন তিনি। এবার তার চিরপ্রতিদ্বন্ধ্বী মেসিও যাচ্ছেন সেখানে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here