মেসিতেই রক্ষা বার্সেলোনার

0
13

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনা জয় থেকে দূরেই ছিলো। ইনজুরি টাইমে ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে সমতায় তখন। মনে হচ্ছিলো বার্সেলোনা শনিবার জয় পাচ্ছে না, ড্র নিয়ে সন্তুুষ্ট থাকতে হচ্ছে। এমন মুহুর্তে পেনাল্টি থেকে মেসির গোলে রক্ষা হলো দলটি।

ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ এ সমতায় থেকে ব্যবধান বাড়াতে মরিয়া বার্সেলোনা। বার্সেলোনা আক্রমণে, ঠিক তখনই লু্ইস সুয়ারেজকে বক্সের ভেতরে ফাউল করে বসেন ভ্যালেন্সিয়া সেন্টার ব্যাক আইমান আবদে নুর।

শেষ মুহুর্তে অপ্রতাশিত প্যানাল্টি পেলো বার্সেলোনা। আর সেই প্যানাল্টি থেকে পায়ের কৌশলী ছোঁয়ায় দলকে ৩-২ ব্যবধান এগিয়ে দিয়ে গ্যালারিতে উল্লাসের মাতম ফেরালেন ম্যাজিক বয় মেসি।

শনিবার ভ্যালেন্সিয়ার মাঠ এস্তদিও মাস্তেইয়ায় ২২ মিনিটে মেসির গোলে ১-০ তে এগিয়ে যায় সফরকারী বার্সেলোনা। নিজেদের মাঠে পিছিয়ে পড়ে প্রথমার্ধেই ম্যাচে ফিরতে চেয়েছে ভ্যালেন্সিয়া কিন্তু পারেনি। ফলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কোচ লুইস এনরিকের শিষ্যরা।

তবে প্রথমার্ধে না পরলেও দ্বিতীয়ার্ধের মুনির হাদ্দাদির গোলে ১-১ এ সমতায় ফেরে ভ্যালেন্সিয়া। এর ঠিক চার মিনিট পরে আবার বার্সা সীমানায় আক্রমণ চালিয়ে দলকে ২-১ এর ব্যবধান এনে দেন ভ্যালেন্সিয়া ফরোয়ার্ড রদ্রিগো মোরেনো।

তবে খুব বেশিক্ষণ নিজেদের এগিয়ে থাকা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। কেননা ৬২ মিনিটে ভ্যালেন্সিয়া সীমানায় আঘাত হানেন ব্যাড বয় লুইস সুয়ারেজ। আর তাতেই ২-২ এ সমতায় ফেরে বার্সেলোনা।

স্বাগতিক হয়ে এদিন নিজেদের মাঠে সফরকারী বার্সেলোনার বিপক্ষে জয়ের সর্বাত্নক প্রচেষ্টা চালিয়েছে ভ্যালেন্সিয়া। কিন্তু বার্সেলোনার ধারালো আক্রমণের সামনে তারা সেই কাজটি করতে ব্যর্থ হলে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মেসি-সুয়ারেজ ও নেইমররা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here