স্পোর্টস ডেস্কঃ গত দুই মাসে লিওনেল মেসিকে নিয়ে সব ম্যাচে অপরাজিত ইন্টার মায়ামি। তবে এবার মেসিকে ছাড়া বড় হার দেখল মেজর লিগ সকারের দলটি। রোববার ভোরে আটালান্টার বিপক্ষে ৫-২ গোলে হেরেছে তারা।
এই ম্যাচে চোট শঙ্কায় খেলা হয় নি আর্জেন্টাইন মহাতারকা মেসির। আন্তর্জাতিক বিরতিতে ইকুয়েডর ম্যাচে হালকা চোট পেয়েছিলেন সাবেক এই পিএসজি ফরোয়ার্ড। ফলে বিশ্রামে ছিলেন তিনি। আর তাঁকে ছাড়া খেলতে নেমেই প্রথম হার দেখেছে মায়ামি।
এই হারের পর ২৭ ম্যাচে ৯ জয়, ৪ ড্র এবং ১৫ হার নিয়ে ১৫ দলের তালিকায় ১৪ নম্বরে আছে মায়ামি। তাদের নিচে আছে শুধু এফসি টরন্টো, যাদের পয়েন্ট ২৫। এই হারে প্লে-অফ অবস্থানের সঙ্গেও ব্যবধানটা আরও বাড়ল। ৯ নম্বরে থাকা ডিসি ইউনাইটেডের পয়েন্ট ৩৭। মায়ামির হাতে এখন ৭ ম্যাচ আছে।
মেসিকে ছাড়া এই হার মায়ামির জন্য বড় ধাক্কা। এমনটাই মনে করছেন দলটির কোচ টাটা মার্তিনো। মায়ামির এই আর্জেন্টাইম কোচ ম্যাচ শেষে বলেন, ‘এই হার আমাদের বড় ধাক্কা দিয়েছে। আমাদের সম্ভাবনা কমিয়েছে। কিন্তু এটা এখনো চূড়ান্ত নয়। আমরা অনেক পেছনে থেকে প্লে-অফের দৌড় শুরু করেছি। আমরা হাল ছেড়ে দেব না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০