স্পোর্টস ডেস্ক:: মেসির জন্য ৪০ কোটি ডলারের অফার নিয়ে বসে আছে সৌদীর ক্লাব আল হিলাল। বড় তারকাকে দলে নেওয়ার অপেক্ষায় থাকা দলটিকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন হলো জার্মানীর ক্লাব উরাওয়ে রেড ডায়মন্ডস।
এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা তৃতীয়বারের মতো জিতলো রেড ডায়মন্ডস। আল হিলাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও শিরোপা ধরে রাখতে পারেনি। দুই লেগের ফাইনালে ২-১ অগ্রগামীতায় শিরোপা জিতেছে জাপানের ক্লাবটি।
আল হিলাল দলের শক্তি বাড়ানোর চেষ্টা করছে। আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসিকে দলে ভেড়ানোর চেষ্টা করছে দলটি। গুঞ্জন আছে হিলালের লোভনীয় প্রস্তাব বিবেচনা করতেই মেসি স্ব-পরিবারে সৌদী আরবে গেছেন। সেখানকার আবাসনসহ অন্যান্য সুযোগ সুবিধা দেখছেন। এরই মধ্যে এশিয়ান চ্যাম্পিয়নের মুকুট হারালো দলটি।
শনিবার রাতে ফাইনালের ফিরতি লেগে রেড ডায়মন্ডস ১-০ গোলে হারিয়েছে আল হিলালকে। দুই দলের ফাইনালের প্রথম লেগটি ১-১ গোলে ‘ড্র’ হয়েছিলো। চারবারের চ্যাম্পিয়নদের হারিয়ে তৃতীয়বার শিরোপা জিতলো জাপানের ক্লাবটি।
দুই দলের ম্যাচটি প্রথমার্ধ শেষ হয় গোল শুন্য সমতায়। আক্রমণ পাল্টা আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধেই কপাল পুড়ে আল হিলালের।
বিরতির পরপরই নিজেদের ভুলে আত্মঘাতী গোল হজম করে বসে হিলাল। ম্যাচের ৪৮তম মিনিটে মিনিটে নিজেদের জালেই বল জড়ায় আল হিলাল। এন্ড্রি ক্যারিল সর্বনাশ করেন সৌদীর ক্লাবটির। শেষ পর্যন্ত তাই শিরোপা হাতছাড়া করে মাঠ ছাড়তে হলো তাদেরকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post