স্পোর্টস ডেস্কঃ মেজর লিগ সকারে আজ বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি। নিউইয়র্ক রেড বুলসকে ৬-২ গোলে হারিয়েছে তারা। হ্যাটট্রিক করেছেন লুইস সুয়ারেজ। গোল পেয়েছেন লিওনেল মেসিও। তবে নিজে গোল করার পাশাপাশি অন্যকে দিয়ে গোল করিয়ে রেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা। এই ম্যাচে ৫ এসিস্ট করেন মেসি।
এই নিয়ে টানা ছয় ম্যাচে অপরাজিত রইল মায়ামি। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে সিনসিনতি।
রেড বুলসকে এগিয়ে দেন ফরোয়ার্ড দান্তে ভ্যানজি। অবশ্য এই গোল করে বেশি সময় স্বস্তিতে থাকতে পারে নি তারা। প্রথমার্ধের বিরতির পরে ৪৮ মিনিটে মেসির সহায়তায় সমতাসূচক গোল করেন মাতিয়াস।
মাতিয়াসকে দিয়ে গোল করিয়ে ৫০ মিনিটে নিজে গোল করেন মেসি। এরপরে ৬২ মিনিটে আবারো মাতিয়াসকে গোলের সুযোগ তৈরি করে দেন কাতার বিশ্বকাপজয়ী তারকা। ৬৮ মিনিট থেকে শুরু হয় মেসি-সুয়ারেজের উল্লাস। একে একে তিনটি গোল করে হ্যাটট্রিক করেন সুয়ারেজ। আর প্রতিটা গোলের পেছনে নায়কের ভূমিকা পালন করেন মেসি।
খেলার শেষ দিকে পেনাল্টি থেকে আরও একটি গোল পায় নিউইয়র্ক। সব মিলিয়ে ৬-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। এদিকে এক ম্যাচে পাঁচ অ্যাসিস্ট মেজর লিগ সকারের রেকর্ড। সব মিলিয়ে চলতি লিগে ৮ ম্যাচে ১০ গোল হয়ে গেল মেসির, পাশাপাশি সহায়তা করেছেন তিনি ১২ গোলে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post