স্পোর্টস ডেস্কঃ এই মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে করিম বেনজেমা লা লিগায় ৩২ ম্যাচে ২৭ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা। চ্যাম্পিয়ন্স লিগে ১২ ম্যাচে ১৫ গোল। গোলের পাশাপাশি সব মিলিয়ে গিলে সহায়তা করেছেন ১৫ বার। বেনজেমার এমন পারফর্মেন্সে সাতবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি মনে করেন, এই মৌসুমে বেনজেমাই পাচ্ছেন ব্যালন ডি’অর।
লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী বেনজেমা পিএসজি তারকা মেসির এমন বক্তব্যে দারুণ উচ্ছ্বসিত। সর্বকালের সেরা একজন ফুটবলারের কাছে প্রশংসিত হয়ে আনন্দ পেয়েছেন এই ফ্রেঞ্চ তারকা। বেনজেমা বলেন, ‘আমি মেসির মন্তব্য শুনেছি এবং তার কথা আমাকে খুব আনন্দ দিয়েছে। তার মতো একজন খেলোয়াড়ের কাছ থেকে এমন প্রশংসা পেয়ে খুব ভালো লাগছে। এটা আমাকে আরও অনেক কিছু অর্জন করার জন্য অনুপ্রেরণা দেবে।’
এর আগে মেসি এক সাক্ষাৎকারে বেনজেমা প্রসঙ্গে বলেছিলেন, ‘এটাতে কোনো সন্দেহ নেই। এটা পরিষ্কার যে, বেনজেমা দারুণ একটা মৌসুম কাটিয়েছেন এবং এটি শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা মাথায় নিয়ে। রাউন্ড অফ সিক্সটিন থেকে প্রতিটি ম্যাচে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি, এ বছর এটা (ব্যালন ডি’অর) নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০