স্পোর্টস ডেস্ক:: লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যাওয়ায় সেখানকার অনেক কিছুরই পরিবর্তন ঘটেছে। যুক্তরাষ্ট্রে ফুটবলও জনপ্রিয় হচ্ছে। মেজর লিগেরও মান বেড়ে গেছে। এবার জানা গেলো শুধু ক্রীড়ায় নয়, আর্জেন্টাইন অধিনায়ক মায়ামিতে যাওয়ায় সেখানকার আবাসন খাতেও পরিবর্তন এসেছে।
মেসি যে এলাকায় থাকছেন, সেই এলাকার বাসা-বাড়ির দাম বেড়ে গেছে কয়েক গুণ। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস বলছে, মেসির কারণে ফ্লোরিডার আবাসন খাত ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক ফ্লোরিডায় থাকেন। সেখানকার বাসা-বাড়ির দাম বেড়েছে। বেড়েছে বাসা ভাড়াও। প্যাট্রিক বেট-ডেভিড নামের এক মিলিয়নিয়ার একটি সাক্ষাৎকারে আবাসন খাতে মেসির প্রভাব নিয়ে বিস্তারিত কথা বলেছেন, ‘মেসি আমার পাশের বাড়িতে ওঠার পর সবাই এখন আমাদের কমিউনিটিতে আসতে চায়।’
দাম যে কি পরিমাণ বেড়ে সেটা জানাতে গিয়ে তিনি বলেন, ‘যে বাড়ি আগে ৭ মিলিয়ন ডলার ছিল, সেটির দাম এখন বেড়ে দাঁড়িয়েছে ২৫ মিলিয়ন ডলার। মেসি আসার পর সবাই বাড়িটি দেখতে আসে।’
লম্বা ছুটি কাটিয়ে নতুন মৌসুমের প্রস্তুতুি নিতে ইতিমধ্যে মেসি মায়ামিতে পৌঁছেছেন। সতীর্থদের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। নতুন বছরে মাঠে নামার অপেক্ষায় আছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post