স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার চীনের বেইজিংয়ে শুরু হওয়া ম্যাচের দ্বিতীয় মিনিটে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিওনেল মেসি। সতীর্থ এনজো ফার্নান্দেজের পাস থেকে দারুণ গোল করেন বিশ্বকাপজয়ী এই মহাতারকা।
বেইজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে সন্ধ্যা ৬ টায় শুরু হয়েছে ম্যাচটি। ম্যাচের শুরুতেই বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোড়ালো শটে বল জালে জড়ান মেসি। এই ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নেমেছে ২০২২ কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।
এ ম্যাচে আর্জেন্টিনার রক্ষণভাগে রয়েছেন নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কাস আকুনাদের মতো তারকারা। মধ্যভাগে থাকছেন রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ। আক্রমণভাগে মেসির সঙ্গে আছেন নিকোলাস গঞ্জালেন ও আনহেল ডি মারিয়া।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামতে পারেন হুলিয়ান আলভারেজ-গঞ্জালো মন্তিয়েলরা। কোচ লিওনেল স্কালোনি দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন আনতে পারেন।
আর্জেন্টিনা একাদশ-
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কাস আকুনা, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, লিওনেল মেসি, ডি মারিয়া ও নিকোলাস গঞ্জালেজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post