মেসির গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা

0
58

স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপ শুরুর মিশনে লিওনের মেসির গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা। ম্যাচ শুরুর দশম মিনিটেই পেনাল্টি থেকে গোল আদায় করে নেন আর্জেন্টাইন অধিনায়ক। লসুাইল স্টেডিয়ামে সৌদী আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশুন শুরু হলো।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ সৌদী আরবকে চাপে রেখে খেলছে লিওনেল স্কালোনির দল। ফেবারিট আর্জেন্টিনা একচ্ছত্র আধিপত্য বিস্তার করেই মাঠ কাঁপাচ্ছে। ম্যাচের দশম মিনিটেই ১-০ গোলে এগিয়ে যায় দলটি।

ম্যাচের নবম মিনিটে বিপদজনক সীমানায় সৌদীর খেলোয়াড়রা ফাউল করেন আর্জেন্টাইনদের। রেফারি ভিডিও অ্যাসিসস্ট্যান্ট রেফারির সহায়তা নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন। স্পট কিক থেকে সৌদীর জালে বল জড়িয়ে আর্জেন্টাইন অধিনায়ক মেসি এগিয়ে দেন দলকে।

লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবারই শুরু হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা। অধিনায়ক লিওনেল মেসি শেষ বারের মতো খেলছেন বিশ্বকাপে।।

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারদেস, আলেহান্দ্রো গোমেজ, লিওনেল মেসি, লাওতারো মার্টিনেজ ও আনহেল ডি মারিয়া।

সৌদি আরবের একাদশ: আল-ওয়াইস, আব্দুল হামিদ, আল-তামবাক্তি, আল-বুলাইহি, আল-শাহরানী, কান্নো, আল-মালকি, আল-শেহরি, আল-ফারাজ, আল বুরাইকান, আল-দাওসারী।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here